আপনজন: লক্ষ মানুষের চোখের জলে চিরবিদায় নিলেন রাজারহাট নিউটাউন মাঝেরআইট দরবার শরীফের মেজ সাহেবজাদা পীর আল্লামা হজরত মাওলানা মুহাম্মদ একেএম হায়দার আলি (রহ.)। মঙ্গলবার সকালে নিউটাউনের এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি রেখে গেছেন স্ত্রী সহ ৭ ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী, ভক্ত মুরিদদের। বুধবার খড়িবাড়ি আন্দুলিয়াতে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হয় বলে জানান মরহুমের মেজ সাহেবজাদা বিশিষ্ট সমাজসেবী একেএম ফারহাদ।
নামাজে জানাজায় ইমামতি করেছিলেন পীরে কামেল হযরত মাওলানা এ কে এম হায়দার আলী সাহেবের বড় সাহেবজাদা পীরজাদা আলহাজ্ব মাওলানা মাসুম বাখতেয়ারী সাহেব এবং দোয়া করেন ফুরফুরা শরীফের পীরজাদা সাহিম সিদ্দিকী।
হায়দার সাহেবের মৃত্যুতে শোক প্রকাশ করেন রাজনৈতিক জগতের প্রতিনিধি এবং ফুরফুরা শরীফের পীরসাহেব ও পীরজাদারা। পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে হাজির ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী, মেহেরাব সিদ্দিকী, ইমরান সিদ্দিকী, পীরজাদা সায়িম সিদ্দিকী, পীরজাদা সাওবান সিদ্দিকী, পীরজাদা তামিম সিদ্দিকী পীরজাদা মনিরুল আমিন, পীরজাদা শরিফুল আমিন, মুফতি আব্দুল মাতিন, মোঃ কামরুজ্জামান, মাওলানা মশিউর রহমান, মুফতি বাকি বিল্লাহ,। বিধায়ক নারায়ণ গোস্বামী, বীনা মন্ডল,তাপস চট্টোপাধ্যায়, হাজী নুরুল ইসলাম, মফিদুল হক সাহাজি, খড়িবাড়ি ইসলামিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়ার আবেদন জানিয়েছেন পীরজাদা মাসুম বাখতেয়ারি,একেএম ফারহাদ,মুস্তাক আহমেদ রাকিবুল আজিজ, মিরাজুল কাদির,সাহিদ মুনির, মনজুরুল মাসুদ সহ পরিবারের সকলেই।
এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা মরহুমের মেজ সাহেবজাদা জনাব একেএম ফারহাদ জানান প্রত্যেক বছর আব্বা হুজুরের স্মরণে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। আমাদের বিপদের দিনে আন্দুলিয়াবাসীরা যেভাবে সহযোগিতা করেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct