আপনজন: রান্নার গ্যাস সহ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মধ্য হাওড়ায় আইসিডিএস কর্মীরা এক সাইকেল মিছিলে অংশ নেন। মঙ্গলবার দুপুরে ডুমুরজলা স্টেডিয়ামের সামনে থেকে হাওড়া জেলার কনভেনর ভাস্বতী মিত্রের নেতৃত্বে ওই সাইকেল মিছিল শুরু হয়। শেষ হয় বেলেপোল মোড়ে এসে। শতাধিক মহিলা কর্মী ওই মিছিলে অংশ নেন। ভাস্বতী মিত্র বলেন, আমাদের রাজ্য কমিটির চেয়ারম্যান চন্দ্রিমা ভট্টাচার্যের আহ্বানে মঙ্গলবার সারা রাজ্য জুড়েই রান্নার গ্যাস ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল হয়। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস অঙ্গনওয়াড়ি ও আশাকর্মী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (অঙ্গনওয়াড়ি শাখা) মধ্য হাওড়া সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প (আইসিডিএস) এর উদ্যোগে মঙ্গলবার ওই প্রতিবাদ মিছিল হয়। ডুমুরজলা স্টেডিয়ামের সামনে থেকে সাইকেল নিয়ে মহিলারা মিছিল করে বেলেপোল পর্যন্ত যান। কেন্দ্রীয় সরকারের ভ্রান্তনীতির কারণে জ্বালানি ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে। এই কারণে রান্নাজাত খাবারে শিশুদের পুষ্ট রাখাটাই এখন প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে। আমরা এর তীব্র প্রতিবাদ করে অবিলম্বে জ্বালানি ও রান্নার গ্যাসের দাম কমানোর দাবি করেছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct