মোল্লা মুয়াজ ইসলাম, খণ্ডঘোষ: গত বছর মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে মারাযান খণ্ডঘোষের দুবরাজহাট গ্রামের খেত মজুর সীমা বাগ (৩১)। পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবেলা দপ্তর ১১ আগস্ট তার স্বামী তপন বাগ এর হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দিলেন। এই চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সত্যজিৎ কুমার, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগ্দী, জেলা পরিষদ সদস্য অপার্থিব ইসলাম ও বিশ্বনাথ রায়, শ্যামল দত্ত প্রমুখ। মৃতার স্বামী তপন বাগ খণ্ডঘোষ ব্লক প্রশাসন সহ পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানান।
বিধায়ক নবীন বাগ বলেন তাদের সরকার সর্বদা মানুষের পাশে থাকেন। মুখ্যমন্ত্রী মমতার ৭২টা প্রকল্পের মাধ্যমে মানুষের দুয়ারে দুয়ারে তারা মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিচ্ছেন। খণ্ডঘোষের বি ডি ও সত্যজিৎ কুমার বজ্রপাত থেকে বাঁচতে মানুষকে সতর্ক করেন। তিনি বলেন বজ্রপাত থেকে জীবনহানি রোখা যাবে মানুষ সতর্ক হলে। এই চেক প্রদান অনুষ্ঠানে স্থানীয় প্রধান থেকে গ্রামবাসী সকলে উপস্থিত ছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct