আপনজন ডেস্ক: প্রতারণা চক্র থেকে এবার সাবধান বাণী দিরে কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। এমকী তার বন্ধু বা অাত্মীয়দের থেকেও যদি তারা চাকরি দেওয়ার নাম করে টাকা নেয়। সম্প্রতি কলকাতা পুরসভায় ৩৫ জনের কাছ থেকে প্রতারকরা চাকরিদেওয়ার নাম করে টাকা নিয়েছে বলে অভিযোগ সামনে আসায় এবার সরব হলেন ফিরহাদ হাকিম। গত শনিবার ‘টক টু কেএমসি’ অনুষ্ঠানে তিনি জানিয়ে দিয়েছিলেন ‘কোনও প্রতারণা চক্রের মাধ্যমে কলকাতা পুরনিগমে চাকরি পাওয়া সম্ভব নয়। পুরনিগমে চাকরি পেতে হলে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি পেতে হবে। পরীক্ষায় পাশ করেই চাকরি পাওয়া সম্ভব। প্রতারকদের চিহ্নিত করে মানুষের হাতে তুলে দিন।’
নিজের ফেসবুক পেজে ইঙ্গিত দিলেন, যদি তার কোনও বন্ধু বা আত্মীয় তার নাম করে পুরসভায় চাকির দেওয়ার নামে প্রতারণা করে তাহলে তারা তার বন্ধু বা আত্মীয় নয়, তারা প্রকৃত প্রতারক। এ নিয়ে ফেসবুকে ফিরহাদ লেখেন, ‘কর্মক্ষেত্রে আমার কোন বন্ধু নেই, কোন আত্মীয় নেই। আমার কোন প্রতিনিধি নেই। আমার নাম করে অর্থ বা অন্য কিছুর বিনিময়ে কেউ যদি কোনও সরকারী পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন, তিনি ঠগ এবং জালিয়াত। কেউ যদি প্রলোভনে পা দেন সেই দায়িত্ব একান্তই তার নিজের। কোন ঠগবাজ অর্থের বিনিময়ে যদি কিছু প্রতিশ্রুতি দেয়, সেক্ষেত্রে তৎক্ষণাৎ থানায় অভিযোগ করুন।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct