আপনজন ডেস্ক: মায়ানমার একটি অবধারিত গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। ফেব্রুয়ারির প্রথম দিকে সেনা অভ্যুত্থানের পর দেশটিতে ক্রমাগত অস্থিরতা ও দমন–পীড়ন অব্যাহত রয়েছে। গত বছর জাতীয় নির্বাচনে কারচুপি ও প্রতারণার অভিযোগ এনে মায়ানমার সেনাবাহিনী যা তাতমাদা হিসেবে পরিচিত, তারা ক্ষমতা দখল করে নেয়। এর মধ্য দিয়ে ১০ বছর গণতান্ত্রিক সরকারের অধীনে পরিচালিত হওয়ার পর মায়ানমার আবার সামরিক সরকারের অধীনে চলে আসে। এবার সাধারণ জনগণ সামরিক সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে এবং তা দ্রুত সহিংস রূপ লাভ করে। এখন পর্যন্ত প্রায় ৮০০ মানুষ নিহত হয়েছে, যার অধিকাংশ তরুণ শিক্ষার্থী। এই আন্দোলনের মুখে পুরো দেশ কার্যত অচল হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে যে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান জাতিগত বিদ্রোহের সঙ্গে এক হয়ে এ আন্দোলন গেরিলা কৌশল যুদ্ধে রূপ নিতে পারে। এরই মধ্যে মায়ানমারের ছায়া সরকার ‘ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট’ সামরিক শাসনবিরোধী দল ও ব্যক্তিদের একত্র করে একটি ফেডারেল সশস্ত্র বাহিনী গড়ে তোলার চেষ্টা করছে। অবশ্য তাদের এ উদ্যোগ এখনো আন্তর্জাতিক সাড়া পায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct