আপনজন ডেস্ক: ৩৯ বছর বয়সে ৪৪ সন্তানের মা হলেন উগান্ডার মারিয়াম নাবাতানজি নামের এক মহিলা। অনেকের প্রশ্ন, এতো অল্প বয়সেই কীভাবে এতগুলো সন্তানের মা হয়েছেন মারিয়াম? আর তাই তাকে উগান্ডার ‘সবচেয়ে উর্বর নারী' বলা হয়। মারিয়ামের এই শিশুদের মধ্যে চার জোড়া যমজ সন্তান রয়েছে। একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এমন ঘটনা ঘটেছে তিনবার। ১৩ বছর বয়সে বিয়ে হওয়া মারিয়াম বলেন, ' আমি ছয় সন্তানের মা হতে চেয়েছিলাম। কিন্তু আমি চারবার মা হই এবং প্রত্যেকবারই যমজ সন্তানের জন্ম দেই। তবে আট সন্তান আমার চাওয়ার চেয়েও বেশি ছিল। তাই আমি হাসপাতালে গিয়ে ডাক্তারকে বলি, তিনি যেন আমার সন্তান জন্ম দেওয়া বন্ধ করে দেন। ডাক্তাররা আমার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেন। তারপর তারা জানান, সন্তান জন্মদান বন্ধ করে দিলে আমার জীবনহানি হতে পারে।' উগান্ডার এই মহিলা আরও বলেন, ' আমি সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে খুবই উর্বর। ডাক্তারের পরামর্শ শুনে আমি বাড়ি ফিরে আসি। এরপর আমি তিনবার পাঁচটি করে সন্তান জন্ম দেই।এক বছরের বেশি সময়ের ব্যবধানে সন্তান জন্ম দিয়েছি। আমার সব শিশুর স্বাভাবিক জন্ম হয়েছে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct