এহসানুল হক, বসিরহাট: রেশন দোকানের স্থান পরিবর্তনের প্রতিবাদে খোলাপোতা-মসলন্দ পুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটে বসিরহাটের বাদুড়িয়া থানার নারায়নপুর এলাকায়। তাদের দাবি রেশন ডিলারের সুবিধার্থে রেশন দোকান পরিবর্তন করা যাবে না, পাশাপাশি তারা দাবি করেন সব দিন রেশন দোকান খোলা হয়না,মাসে দুইদিন মাল পাই বলে তাঁদের অভিযোগ।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, বিগত বহুবছর ধরে এই এলাকার মানুষ নারায়ণপুর বাজারে পাশ থেকে রেশনের সামগ্রিক জিনিস তোলাফেলা করেন। কিন্তু রেশন দোকানের মালিক তার সুবিধার্থে দুই কিলোমিটার দূর বাজার থেকে নোয়াপাড়ায় নিয়ে যেতে চায়। এরই প্রতিবাদে এদিন সকাল এগারোটা থেকে বেশ কিছুক্ষণ ধরে অবরোধ কর্মসূচি পালন করেন তারা। নারায়ণপুর স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।স্থানীয় মানুষ তাদের দৈনন্দিন জীবন যন্ত্রণার কথা তুলে ধরে পুলিশের সামনে।তাদের গুরুত্বপূর্ণ দাবি রেশন দোকান নারায়নপুর বাজার থেকে সরানো যাবে না। ডিলারের খামখেয়ালিপনায় আমরা কেন হয়রানির শিকার হবো। বিক্ষোভকারী রেশন উপভোক্তারা জানায় ডিলার নারায়নপুর বাজার থেকে দুই কিমি দূরে বসতবাড়ি করে বাস করছেন। সেখানেই রেশন দোকান চালু করেছেন। আমরা সেখানে যাবো না, ডিলার দুর্নীতিগ্রস্ত।রেশন আনতে গেলে নাসিমা মণ্ডল কটূক্তি করে এবং আমদের অকারণে হেনস্থা করে। পুলিশ রেশন উপভোক্তাদের দাবি মেটানোর আশ্বাস দিলে ২ঘন্টা পর অবরোধ উঠে যায়। স্বাভাবিক হয় যান চলাচল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct