নিজস্ব প্রতিবেদক, খানাকুল: খানাকুলের নাবাবিয়া মিশন এর উদ্যোগে, পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড এর কর্ণধার জি ডি চ্যারিটেবল সোসাইটির চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাক হোসেনের আর্থিক সহযোগিতায় মিশন ক্যাম্পাস এই দিন ২০০০ মানুষকে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। এ ছাড়াও প্রত্যেকের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। এ বিষয়ে নাবাবিয়া মিশনে সাধারণ সম্পাদক শেখ সাহিদ আকবার বলেন, হঠাৎ করে বন্যা চলে আসায় বহু মানুষ ক্ষতিগ্রস্ত আমরা প্রথম দিন থেকে পরিস্থিতির শিকার মানুষের কাছে ত্রিপল ও পানীয় জল পৌঁছে দিয়েছি। এবার আস্তে আস্তে মানুষের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়অ হচ্ছে। শিক্ষার সাথে সাথে সারাবছর এই ধরনের সামাজিক কাজ করা হয়। বন্যা দুর্গতদের এবাবে সাহায্য করার জন্য তিনি মোস্তাক হোসেন, প্রাক্তন আইএএস নুরুল হক, শরীফ হোসেন, মোতাহার হোসেন, মোশরেফা হোসেন, গণেশ সেন, শহীদুল খান সকলকে কৃতজ্ঞতা জানান।
সাহিদ আকবর আরও জানান, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মিশনের শুভানুধ্যায়ী পরিস্থিতির উপর খেয়াল রেখেছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন পাশে থাকার আশ্বাস দিচ্ছেন বলে তিনি জানান। এদিন উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও, খানাকুল থানার ওসি, সরকারি আধিকারিকরা প্রমুখ। এছাড়া, বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বিশিষ্ট সমাজসেবী মীর সম্রাট, জাহির হোসেন মোল্লা, বাহারুল ইসলাম, পঞ্চায়েত প্রধান শীতল মণ্ডল, উপপ্রধান মনির উদ্দিন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। তাদের উপস্থিতিতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। খানাকুল থানার পুলিশ প্রশাসন সকাল থেকে রাত্রি পর্যন্ত সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সার্বিক সহযোগিতা করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct