সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়: মঙ্গলবার দুপুরে ডেঙ্গু ও করোনা সচেতনতা মূলক পদযাত্রা করল পোলেরহাট ১ জিপি। নানা সচেতনতা মূলক প্ল্যাকার্ড হাতে রেলিতে হাঁটেন ভিআরপি কর্মী, আশা কর্মী ও জনপ্রতিনিধিরা।এদিন দুপুর ২ টো ৩০ মিনিটে পদযাত্রা শুরু হয়। ৯১ রোডের উপর পোলেরহাট বাজার পরিক্রমা করে পঞ্চায়েত অফিসের সামনে এসে পদযাত্রা শেষ হয়। পদযাত্রা থেকে দোকানদার ও পথচারীদের সচেতন করা হয়। রেলিতে পা মেলান পোলেরহাট ১ জিপি-র প্রধান রাজিয়া বিবি, ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মিজানুর আলম, পঞ্চায়েত সচিব বিশ্বজিৎ বর্মন, জিপি-র ভিআরপি সুপারভাইজার ফিরোজ আকরম, সমাজসেবী নুরুদ্দিন মোল্লা। এদিন ভিসিটি, ভিএসটি কর্মীরাও পদযাত্রায় অংশ নেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct