সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী তথা জেলার রানিবাঁধ বিধানসভার বিধায়ক জোৎস্না মান্ডির ব্যাক্তিগত উদ্যোগে তার বিধানসভা এলাকার তিরিশ জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের হাতে যন্ত্রচালিত সাইকেল তুলে দিলেন খাতড়া গুরুসদয় মঞ্চে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বিশেষভাবে সক্ষম কল্পনা সইসের হাত ধরে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এছাড়াও এদিন মন্ত্রী ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাতড়া মহকুমা শাসক মৈত্রী চক্রবর্তী,খাতড়া মহকুমা হাসপাতালের রতন শাসমল সহ খাতড়া ও রানিবাঁধ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকগন সহ অন্যান্য আধিকারিকরা।
এদিনের এই অনুষ্ঠান কর্মসূচির পর আমাদের মুখোমুখি হয়ে রানিবাঁধ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি জানান ৯ আগস্ট তার জীবনের এক অন্যতম দিন। আমি যখন সমাজে সুস্থ ও স্বাভাবিক ভাবে বেঁচে আছি তখন বিশেষভাবে সক্ষম ব্যক্তিত্বের দেখে অনেকটা খারাপ লাগে তারা দেখি অনেকটাই পিছিয়ে আছে, তাই তাদের একাধিক জনের হাতে সাইকেল প্রদান করলাম। এর মাধ্যমে তারা বিভিন্ন দিক সহ শিক্ষ্যার দিক দিয়ে সামনে এগিয়ে যাবে আশা রাখছি। এর পাশাপাশি তিনি আরো বলেন ভবিষ্যতে তার ইচ্ছে তিনি সমস্ত ধরনের প্রতিবন্ধী মানুষদের জন্য কোন স্কুল বা শিক্ষার ব্যবস্থা করার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct