অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: গ্রাম পঞ্চায়েতের এক সরকারি কর্মীকে মারধর ও নিগ্রহ করার অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন ঐ সরকারি কর্মী। পাশাপাশি সরকারি কর্মীর উপরে হামলার প্রতিবাদে কর্মবিরতিতে শামিল গ্রাম পঞ্চায়েতের সরকারি কর্মীরা। মঙ্গলবার বালুরঘাট ব্লকের অন্তর্গত ১১ টি গ্রাম পঞ্চায়েতের সরকারি কর্মীরা পেন ডাউন এ সামিল হন।
জানা গেছে,দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোল্লা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শরন গ্রাম সংসদ এলাকায় সার্ভে করতে গেলে ঐ সরকারি কর্মী ও তার সহকারীকে মারধর করা হয়। অভিযোগ ঐ সরকারি কর্মী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর দপ্তর থেকে দেওয়া যে তালিকাটি নিয়ে পরিদর্শনে গিয়েছিলেন, সেই তালিকা সঙ্গে ঘটনার সময় উপস্থিত থাকা লোকদের হাতে থাকা তালিকার অমিল থাকায় এবং বেশ কিছু জনের নাম না থাকায় তারা সরকারি কর্মীর ও তার সহযোগীর উপর চড়াও হয়। এমনকি হেনস্থা ও মারধোর করা হয় তাদের বলে অভিযোগ। ঘটনায় সপ্তর্ষি রায় নামে ঐ বোল্লা গ্রাম পঞ্চায়েতের সচিব দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক, দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার, জেলার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক,এবং বালুরঘাট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক এর নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।এদিকে সরকারি কর্মীদের ওপর বারংবার হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বালুঘাট ব্লকের ১১টি গ্রাম পঞ্চায়েতের সরকারি কর্মীরা শামিল হয়েছে কর্মবিরোতিতে । এনিয়ে তারা বালুরঘাট স্টেডিয়ামে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয় তারা।
এবিষয়ে বোল্লা গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি সপ্তর্ষি রায় জানান, বোল্লা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শরন গ্রাম সংসদ এলাকায় সরকারি কাজের পরিদর্শনে গেলে সেখানে আমাদের মারধর করা হয়। আমরা কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাব বোধ করছি।তাই আমাদের দাবি হয় আমাদের এখান থেকে অন্যত্র বদলি করে দেওয়া হোক অথবা পঞ্চায়েতে সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনা হোক।
এবিষয়ে বালুরঘাট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনুজ শিকদার জানান,বোল্লা গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি কর্ম ক্ষেএে গেলে সেখানে প্রোহিত হয়েছেন বলে তার বক্তব্য। আমি যে মুহূর্তে জেনেছি তৎক্ষণাৎ আমি এবিষয়ে উপযুক্ত আইনি পদক্ষেপ নেবার জন্য পতিরাম থানার ওসি কে জানিয়েছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct