আপনজন ডেস্ক: অবশেষে লোকসভায় বিনা বিরোধিতায় মঙ্গলবার পাশ হয়ে গেল ওবিসি সংশোধনী বিল। সংবিধান (১২৭ সংশোধনী) বিলের পক্ষে ভোট দেন ৩৮৫ জন সাংসদ। বিপক্ষে কোনও ভোট পড়েনি। এর ফলে রাজ্যগুলির হাতে অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) তালিকা তৈরির ক্ষমতা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে, এই বিলটি এবার রাজ্যসসভায় পাশ করানো হবে। সংবিধান সংশোধনী বিল পাশ করানোর জন্য সংসদে বিশেষ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয়। লোকসভার মোট সদস্য সংখ্যার সেইসঙ্গে যতজন সাংসদ হাজির আছেন, তাঁদের মধ্যে কমপক্ষে ন্যূনতম দুই-তৃতীয়াংশকে বিলের পক্ষে ভোট দিতে হয়। এর ফলে রাজ্যের স্বীকৃতি প্রাপ্ত ওবিসি তালিকার সবকটি কেন্দ্রে মান্যতা পাবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, সর্বভারতীয় কোটা কর্মসূচির আওতায় স্নাতক এবং স্নাতকোত্তরে সমস্ত মেডিকেল এবং ডেন্টাল কোর্সে (এমবিবিএস/এমডি/এমএস/ডিপ্লোমা/বিডিএস/এমডিএস) অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য ২৭ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের জন্য আসন সংরক্ষণ করা হবে ১০ শতাংশ। যে নিয়ম ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে। সেইসঙ্গে কেন্দ্রের দাবি, ‘সেই সিদ্ধান্তের ফলে প্রায় ৫,৫০০ পড়ুয়া (এমবিবিএসে ১,৫০০ জন এবং স্নাতকোত্তরে ২,৫০০ জন ওবিসি পড়ুয়া, এমবিবিএসে ৫৫০ জন এবং স্নাতকোত্তরে ১,০০০ জন আর্থিকভাবে দুর্বল পড়ুয়া) উপকৃত হবেন। পিছিয়ে পড়া শ্রেণির পড়ুয়া এবং আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের পর্যাপ্ত সংরক্ষণ দিতে প্রতিজ্ঞাবদ্ধ সরকার।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct