অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট: নকল আধার কার্ড তৈরিতে যুক্ত থাকার অভিযোগে তিন প্রতারককে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের ৭ দিনের পুলিশি হেপাজত চেয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের অন্তর্গত গাংগুরিয়া গ্রাম পঞ্চায়েতের শিসা এলাকার ঘটনা।
জানা গিয়েছে গোপনসূত্রে খবর পেয়ে রবিবার রাতে সিসা এলাকায় হানা দেয় বংশীহারি থানার পুলিশ। সেখান থেকে ভুয়া আধার কার্ড তৈরীর চক্রের সাথে যুক্ত থাকার অভিযোগে এজাজ আহমেদ(২৩), বাবার নাম মমেনুর রহমান।বাড়ি হরিরামপুর থানার ক্ষীরকুরি এলাকায়।এজাজ আহমেদ(২২), বাবার নাম বছিরুদ্দিন আলি,বাড়ি একই এলাকায়।অন্যজন রাকেশ সরকার(২৪), বাবার নাম ইয়াস মহম্মদ। বাড়ি বংশীহারি থানার গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের শিসা এলাকায়। অভিযোগ তারা অন্ধ্রপ্রদেশের এক ব্যক্তির আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ভুয়া আধার কার্ড প্রস্তুত করত।এবং লোকেদের কাছ থেকে এ বাবদ বেশ কিছু টাকাও নিতো। তারা আধার কার্ড তৈরির জন্য বিভিন্ন জায়গায় ক্যাম্পো করেছে।
সোমবার বংশীহারি থানায় এক সাংবাদিক সম্মেলনে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস বলেন, ধৃত তিন যুবক আধার কার্ড করিয়ে দিতে বিভিন্ন জনের কাছ থেকে জনপ্রতি ৪৫০ টাকা করে নিত।এজন্য তারা বিভিন্ন এলাকায় ক্যাম্পও করেছে বলে জানা গিয়েছে।তারা নকল আধার কার্ড তৈরি করতে অন্ধ্রপ্রদেশের ছক্কুলাশ শিবা শংকর নামে এক ব্যক্তির আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করতো।রবিবার রাতে বংশীহারি থানার আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে পুলিশ কর্মীরা এই তিন প্রতারককেব গ্রেফতার করে।তাদের হেফাজত থেকে একটা ল্যাপটপ,একটা প্রিন্টার এবং একটা স্ক্যানার আটক করা হয়।ধৃতরা তাদের অপরাধ স্বীকার করেছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct