রফিকুল হাসান: ইন্তেকাল করলেন রাজারহাট নিউটাউনের মাঝেরআইট দরবার শরীফের মেজ সাহেবজাদা পীর একেএম হায়দার আলি সাহেব। মঙ্গলবার সকালে নিউটাউনের এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি রেখে গেছেন স্ত্রী সহ ৭ ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী, ভক্ত-অনুরক্তদের।
মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত ২১ জুলাই ঈদের দিন সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয় বলে জানান মরহুমের মেজ সাহেবজাদা বিশিষ্ট সমাজসেবী একেএম ফারহাদ।
প্রসঙ্গত, মরহুমের পূর্বপুরুষরা কলকাতার কানখুলিতে আছেন। মরহুম পীর একেএম হায়দার আলি সাহেবের দাদুজান হলেন পীর আহমদ আলি হামিদ শাহ জালালী (রহ:)। পীর আহমদ আলি সাহেবের কনিষ্ঠ পুত্র পীর মাহমুদ বাখত বাখতিয়ারী (রহ:)। তাঁর আব্বাজানের নির্দেশে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে তিনি কানখুলি ছেড়ে রাজারহাট নিউটাউনের মাঝেরআইট গ্রামে বসবাস শুরু করেন। পীর সাহেবের শুভ আগমনে ওই এলাকা লোকমুখে মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফ হিসাবে পরিচিত লাভ করে। জাতপাতের ঊর্ধ্বে উঠে হিন্দু মুসলিম সহ সমস্ত ধর্মের মানুষজন এখানে আসতেন।
আবার মরহুম মাঝেরআইট পীর সাহেবের মেজ সাহেবজাদা মরহুম একেএম হায়দার আলি সাহেব রাজারহাট থেকে কয়েক কিমির দূরত্ব খড়িবাড়ির আন্দুলিয়া গ্রামে বসবাস শুরু করেন। যা আন্দুলিয়া জালালীবাগ দরবার শরীফ নামে পরিচিত। মরহুম পীর একেএম হায়দার আলি সাহেব দ্বীনের খিদমতের পাশাপাশি প্রাইমারী স্কুলে শিক্ষকতা করতেন। তিনি বহু মক্তব, মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করে গেছেন। ফুরফুরা সিলসিলার খিদমতে তাঁর নিবেদিত প্রাণ ছিলো। তিনি বাগ্মী ছিলেন। সহজ সরল ভাষায় তিনি ওয়াজ নসিহত করে ইসলামের খিদমত করে গেছেন। মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী ও হিডকোর চেয়ারম্যান ফিরহাদ হাকিম, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিধায়ক তাপস চ্যাটার্জী, সংযুক্ত মোর্চার বিধায়ক নওশাদ সিদ্দিকী, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান সহ ফুরফুরা শরীফের পীরসাহেব, পীরজাদারা। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়ার আবেদন জানিয়েছেন একেএম ফারহাদ সাহেব। আগামীকাল বুধবার খড়িবাড়ির আন্দুলিয়া জালালীবাগ দরবার শরীফে জোহরের নামাজ বাদ মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct