আপনজন ডেস্ক: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পুয়ের্তো রিকোয় এমিলিও ফ্লোরেস মার্কেজ নামের এক আখচাষিকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। ১১৩তম জন্মদিন ছিল রবিবার। ১৯০৮ সালের ৮ আগস্ট পুয়ের্তো রিকোর ক্যারোলিনায় জন্মগ্রহণ করেন মার্কেজ।
মার্কেজ ইতিমধ্যেই তাঁর শ্রবণশক্তি প্রায় হারিয়ে ফেলেছেন। এ ছাড়া ১০১ বছর বয়সে অস্ত্রোপচার করে পেসমেকারও বসানো হয়েছে। তিনি ‘ডন মিলো’ নামেও পরিচিত। ‘রাগহীন জীবনযাপন এবং ভালোবাসার প্রাচুর্যতাই’ মার্কেজের দীর্ঘজীবী হওয়ার চাবিকাঠি বলে জানানো হয়েছে গিনেসের সংবাদ বিজ্ঞপ্তিতে।
এর আগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে রোমানিয়ার ডুমেক্রি কমনিস্কু বিশ্বের বয়স্ক মানুষের স্বীকৃতি পেয়েছিলেন। ১১১ বছর ২১৯ দিন বয়সে স্বীকৃতি পাওয়ার এক মাসের মধ্যে ২০২০ সালের ১৭ জুন মারা যান তিনি। তাঁর মৃত্যুর পর গিনেস কর্তৃপক্ষ জানায়, মার্কেজ কমনিস্কুর চেয়ে তিন মাসের বড় এবং তাঁদের কাছে এর প্রমাণও রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct