আপনজন ডেস্ক: আমানত ফাউন্ডেশন ট্রাস্ট সোমবার কলকাতার তপসিয়ার জি জে খান রোডে অবস্থিত ওমেন অ্যান্ড চিলড্রেন পার্কের দ্বিতল ভবনে এক স্বাস্থ্য সচেতনতা সভার আয়োজন করে। এই সভায় এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তি, টালিখোলা মসজিদের ইমাম সাহেব মওলানা মোহাম্মদ মোজাফফর হোসেন, স্থানীয় ক্লাবের সদস্য, বিশিষ্ট শিক্ষিকা কৃতী আজাদ , স্বাস্থ্য কর্মীদের নিয়ে বৈকাল ৪ ঘটিকায় স্বাস্থ্য সচেততামূলক আলোচনা হয়। আমানত ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কলকাতা জেলার কো-অর্ডিনেটর মোহাম্মদ জাবেদ, ৬৬ ওয়ার্ড অর্ডিনেটর সাহিদ হোসেন সিদ্দিকী, ওয়ার্ড ভলেন্টিয়ার সামিনা বেগম, কায়কাসা শাকিল ও সাবিনা ইয়াসমিন। এছাড়া ৫৮ ওয়ার্ড কো-অর্ডিনেটর নুর মাহবিশ, মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন । ইমাম সাহেবের সভাপতিত্বে সভাটি সূচনা করা হয়। ইমাম সাহেব ' করোনার তৃতীয় ঢেউ থেকে বাঁচতে ভ্যাকসিন নেওয়ার কথা বলেন '। সাহিদ হোসেন সিদ্দিকী স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জাভেদ সাহেব কোভিড প্রটোকল নিয়ে আলোচনা করেন । নূর মহবিশ বাল্য বিবাহ বিষয়টি কার্ড বোর্ড ডেমো করে সকলকে বোঝান । শিক্ষিকা কৃতী আজাদ বলেন ' যখন মহামারী আসে তখন আল্লাহ কোথাও যেতে বারণ করেছেন ও বাইরের কাউকে আসতে বারণ করেছেন, সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ও অজু করে নামাজ পড়তে বলেছেন '। সভার ৩০ জন উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যের শেষে সভাটি শেষ হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct