রেশমা খাতুন: স্বাধীনতা দিবসে প্লাস্টিকের পতাকা ব্যবহার 'না' করতে রাজ্যগুলিকে কড়া নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আর কয়েকদিন পরেই স্বাধীনতা দিবস। দেশজুড়ে এখন স্বাধীনতা দিবস পালনের প্রস্ততি তুঙ্গে। ১৫-ই আগস্ট সকাল থেকেই স্কুল- কলেজ ,পাড়ার ক্লাব ও একাধিক প্রতিষ্ঠানে দেখা যায়, দেশত্মাবোধক গান বাজতে, পতাকা উত্তোলন। অনেক ক্ষেত্রেই দেখা যায় প্লাস্টিকের তেরঙ্গা পতাকা ব্যাবহার করা হয়। এবারে প্লাস্টিকের পতাকায় 'না' করলো কেন্দ্র। জাতীয় পতাকার অবমাননা রুখতে ও প্লাস্টিক ব্যাবহার না করার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত কেন্দ্রের বলে জানা যাচ্ছে। স্বাধীনতা দিবসের পরেরদিন অনেকক্ষেত্রে এদিক ওদিক প্লাস্টিকের এই পতাকা পরে থাকতে দেখা যায়। ফলে জাতীয় পতাকার অবমাননা করা হয়। এছাড়াও প্লাস্টিকের হওয়ায় বিনষ্ট হতেও সময় লাগে। আর এই ধরণের ঘটনা একেবারেই কাম্য নয় কোনো ভারতবাসীর কাছে। এই বিষয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বলা হয়েছে, দেশবাসীর কাছে আশা ও আকাঙ্খার প্রতীক জাতীয় পতাকা। দেশবাসীকে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তাই এবারে জাতীয় পতাকার অবমাননার বিষয়ে রাজ্যগুলিকে কড়া নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct