মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান: রায়নার হিজলনা পঞ্চায়েতের সংহতি যুব মিশন সারা বছর ধরে সামাজিক কাজ করে থাকে। সোমবার এই মিশনের তরফ থেকে রক্তদান ও সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন এস ডি পি ও সদর সাউথ আমিনুল ইসলাম খান। অন্যান্য অতিথিরা হলেন খণ্ডঘোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ, জামালপুরের বিধায়ক অলোক মাঝি, রায়না ১ পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না মোহন্ত, জেলা পরিষদ সদস্য বিশ্বনাথ রায়, রায়না ১ তৃণমূল কংগ্রেস সভাপতি বামদেব মন্ডল, সমাজসেবী আশরাফউদ্দিন বাবু সহ অনেক বিশিষ্ট জনেরা। সংহতি যুব মিশনের সম্পাদক রাহুল আজম বলেন আম্ফান থেকে ইয়াস, অসহায় গরিব মানুষ থেকে ছাত্রদের পাশে দাঁড়ানো, বছরের দুয়ের বেশি রক্তদান শিবির করে থাকেন। তাদের একমাত্র উদ্দেশ্য মানুষের পাশে দাঁড়ানো এবং সারা জীবন তাদের সংস্থা এই সব কাজ করে যাবে। উদ্বোধক আমিনুল ইসলাম খান বলেন ভারতে সারা বছর ৫ কোটি ইউনিট রক্ত লাগে।
পশ্চিমবঙ্গ সরকার ক্লাবগুলিকে সাহায্য করার কারণে সাধারণ মানুষ অনেক রকম পরিষেবা পাচ্ছে। পশ্চিমবঙ্গ এই সব ক্লাব থেকে অনেক রক্ত পায় যেটা রক্তের চাহিদা পূরণ করে। বিধায়ক নবীন বাগ এই ক্লাবকে সর্বত ভাবে সাহায্য করার অঙ্গীকার করেন এবং ক্লাবের মহতী প্রচেষ্টা কে সাধুবাদ জানান | এই অনুষ্ঠানে অনেক দুস্থ ও মেধাবী ছাত্র দের সংবর্ধনা ও সাহায্য করা হয়। ক্লাবের অন্যতম কর্মকর্তা আজিমুদ্দিনের উদ্যোগে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া পরিবারের হাতে বাহান্ন হাজার টাকা জমা করার পাসবই তুলেদেন অতিথিদের হাত দিয়ে। ৫০ ব্যাক্ত রক্তদান করেন। রক্ত দাতাদের হাতে সার্টিফিকেট, ব্যাগ ও গাছের চারা তুলে দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct