দেবাশীষ পাল, মালদা: বিপদসীমার প্রায় ৩০সেন্টিমিটার উপর দিয়ে বইছে গঙ্গার জল। যার ফলে মালদা জেলার রতুয়া ১নং ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় জল ঢুকতে শুরু করেছে। গঙ্গার জল বিপদসীমা পেরিয়ে আসায় জলমগ্ন হয়েছে এই অঞ্চলের প্রায় ২০টির বেশী গ্রাম।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এখনও পর্যন্ত কোন ব্যবস্থা করেনি স্থানীয় প্রশ্ন। তাই জলবন্দী অবস্থাতেই বাস করছেন এলাকাবাসী।
সেইসঙ্গে গঙ্গার পাশাপাশি ফুলহার নদীর জলও বৃদ্ধি পাচ্ছে।দুই নদীর সাঁড়াশি আক্রমণে আগামীতে চরম বিপদের আশঙ্কা করছেন সেচদপ্তরের কর্তারা। তবে কি সতর্কতা অবলম্বন করা হচ্ছে না নিয়ে বাসিন্দারা ধোঁয়াশায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct