আপনজন ডেস্ক: মৌসুমের শুরুতে প্রতি বছর হোয়ান গাম্পার ট্রফি আয়োজন করে বার্সেলোনা। এ প্রীতি ম্যাচে গত কয়েক বছরে সহজ সব প্রতিপক্ষ থাকায় খুব একটা আগ্রহ জন্মায়নি। কিন্তু এবার এ ম্যাচ নিয়ে আগ্রহের পারদটা চড়াই ছিল। বার্সেলোনা যে এবার প্রতিপক্ষ হিসেবে এক রাঘব বোয়ালকেই টেনে এনেছিল। গাম্পার ট্রফিতে কাতালান কোনো দল নয়, জুভেন্টাসকেই আমন্ত্রণ জানিয়েছিল তারা।
তাই বেশ আগ থেকেই এ ম্যাচ নিয়ে উত্তেজনা। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে দুবার দেখা হয়েছিল দুই দলের। এর মধ্যে করোনা নিষেধাজ্ঞায় এক ম্যাচ খেলা হয়নি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। তাই সময়ের সেরা দুই খেলোয়াড়ের প্রতিদ্বন্দ্বিতা এক ম্যাচ দেখেই তৃপ্ত থাকতে হয়েছিল সবাইকে। নতুন মৌসুমের শুরুতেই আরেকটি মেসি-রোনাল্ডো দ্বৈরথ দেখা যাবে তাই নিয়ে উত্তেজিত হয়েছিলেন সবাই। কিন্তু তা আর হলো কই, গতকাল রাতে ম্যাচ। ওদিকে দুপুরেই আনুষ্ঠানিকভাবে অশ্রুভেজা চোখে বার্সেলোনাকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি।
মেসির বিদায়ের পর দলের অধিনায়কত্ব বুঝে নিয়েছেন সের্হিও বুসকেতস। অধিনায়ক হিসেবে শুরুটা খারাপ হয়নি তাঁর। জুভেন্টাসকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে বার্সেলোনা। জুভেন্টাস কাল পূর্ণ শক্তির দল নিয়েই নেমেছিল।মূল একাদশে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, আলভারো মোরাতা, ম্যাতিয়াস ডি লিখট, ফেদেরিকো বের্নারদেস্কিরা ছিলেন। বদলি হিসেবে নেমেছিলেন ইউরো জেতা কিয়েলিনি, বোনুচ্চি, কিয়েসারা। তবু এস্তাদি ইয়োহান ক্রুইফে লিওনেল মেসিকে ছাড়াই দাপট দেখিয়েছে বার্সেলোনা। মেসির অনুপস্থিতি ঢাকতে যার ওপর সবচেয়ে ভরসা কোচ রোনাল্ড কোমানের, সেই মেম্ফিস ডিপাই গোল করেছেন ৩ মিনিটেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct