সঞ্জীব মল্লিক, বাঁকুড়া: ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার প্রতিবাদে মুনুই গ্রামে অনুষ্ঠিত হল বিক্ষোভ সমাবেশ। ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ওপর হামলা করেছিল বিজেপি কর্মীরা তার কয়েকদিন পেরোতে না পেরোতেই পুনরায় শনিবার দেবাংশু ভট্টাচার্য জয়া দত্ত সুদীপ রাহারা ত্রিপুরা পৌঁছালে বিজেপি কর্মীরা তাদের ওপর হামলা করে আহত হন তারা। আর এই হামলার প্রতিবাদে রবিবার সোনামুখী ব্লকের পূর্ব নবাসন পঞ্চায়েতের মুনুই গ্রামে অনুষ্ঠিত হল বিক্ষোভ সমাবেশ। এ দিনের বিক্ষোভ সমাবেশে প্রায় ৩০০ জন তৃণমূল কর্মী সমর্থক অংশগ্রহণ করেছিলেন।
রীতিমতো রাজ্যজুড়ে তৃণমূল কর্মী সমর্থকরা এই বর্বোরোচিত আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। বাদ যায়নি সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীরাও। এদিনের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সোনামুখী ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অতনু দুয়ারী, পূর্ব নবাসন পঞ্চায়েত প্রধান সুনীল রুইদাস, তৃণমূল নেতা রাজীব মন্ডল নরত্তম অধিকারী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
সোনামুখী ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অতনু দুয়ারী জানান, ত্রিপুরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্বদের যেভাবে বিজেপি কর্মীরা আক্রমণ করেছে তা অত্যন্ত নিন্দনীয়। আমরা বিজেপির এই স্বৈরাচারীতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।