মোহাম্মাদ সানাউল্লা, বীরভূম: শনিবার বিকেলে নলহাটি ১নং ব্লকের সরধা গ্রাম থেকে খড় বোঝাই দু'টি গাড়ি নদী পেরিয়ে লোহাপুরের দিকে যাওয়ার উদ্দেশ্য বেরিয়ে আসে। দেবগ্রাম ঘাটে ব্রাহ্মণী নদীর কজয়ের উপর জল স্তর কম থাকায়, জল স্রোতে ঝুঁকি নিয়ে যন্ত্র চালিত গাড়ি দু'টি পার হচ্ছিল। প্রথম গাড়িটি পেরিয়ে গেলেও পিছনে থাকা দ্বিতীয় গাড়িটি নদী পারাপার করতেই ঘটে বিপত্তিত। যন্ত্র চালিত দ্বিতীয় ভ্যানটি ব্রাহ্মনী নদীর উপর তৈরী হওয়া অস্থায়ী কজওয়ে থেকে প্রায় ৫০ ফুট দূরে জলের স্রোতে তলিয়ে যায়। কোনো রকমে গাড়ি থেকে নেমে রক্ষা পান গাড়ির চালক ও খালাসী। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছেন নলহাটি থানার পুলিশ। প্রসঙ্গত চলতি সপ্তাহে নৌকায় যাত্রী পারাপারে নৌকা ডুবে যাওয়ার ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান নৌকার যাত্রীরা। স্থানীয়দের অভিযোগ বারবার একই স্থানে দুর্ঘটনার কবলে পড়ছে গাড়ি থেকে সাধারন মানুষ। ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct