আজাহার উদ্দিন: হুগলির খানাকুলের বিস্তীর্ণ এলাকা এখন জলমগ্ন, অস্থায়ী কাম্প করে আছেন অনেকে, প্রশাসনিক তরফে নিরাপদ জায়গাতেই রাখা হয়, সকলকেই সরকারি সাহায্য দেওয়ার পাশাপাশি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও বন্যা কবলিত মানুষের পাশে ত্রান বিলি করছেন।
প্রাকৃতিক বিপর্যয়ের সময়েও মানুষের পাশে থেকেই কাজ করে যাচ্ছেন অনেক স্বেচ্ছাসেবী সংস্থা। এদিন খানাকুলের যে সমস্ত জায়গাতেই সেভাবে জল নামেনি সেই স্থানগুলিতে যেমন রাজহাটি, সাবলসিংপুর, মাড়োখানা, পানশিউলি সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের হাতে চিনি, মুড়ী, চিড়ে, বিস্কুট, শুকনো খাবার ও পানীয় জল তুলে দেন বিশিষ্ট সমাজসেবী তথা মাদার বেকারীর এর কর্ণধার আলহাজ আবুল খায়ের চৌধুরী, ত্রাণ বিতরনে সহযোগীতা করেন পীরনগর দরবার শরীফের পীরজাদা মাওলানা মুহাম্মদ আবুল কাসেম, সহ বিশিষ্টজনেরা। এদিন বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন মানুষের সঙ্গে কথা বলেন। তিনি বলেন আমি আমার সহযোদ্ধাদের নিয়ে আমার সাধ্যমত মানুষের পাশে থাকার চেষ্টা করব। এদিন একহাজার মানুষের হাতে খাদ্য দ্রব্য বিতরন করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct