আপনজন ডেস্ক: পূর্ব জেরুরোলেমে অবস্থিত মুসলিমদের ধর্মীয় স্থান আল-আকসা মসজিদে ফিলিস্তিনীয় বিক্ষোভকারী এবং ইজরায়েলি পুলিশের মধ্যে সংঘর্ষের কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। গাজা এলাকায় এয়ারস্ট্রাইক চালায় ইসরায়েলের বিমানবাহিনী। ঘটনায় নিহত হয়েছে ৩৫ জন ফিলিস্তিনি। এই ঘটনার তীব্র নিন্দা করে টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। ইসরায়েলকে সন্ত্রাসবাদী দেশ বলে আক্রমণ করেন স্বরা। তিনি লেখেন, 'ইসরায়েল একটা বর্ণবাদী রাষ্ট্র, ইসরায়েল একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র, অনেক বলা হয়েছে।' সঙ্গে জুড়ে দেন আল আকসা এবং ফ্রিপ্যালেস্টাইন হ্যাশট্যাগ। স্বরা এখানেই থেমে যাননি, সমালোচনার মুখে পড়েও অপর টুইটে লেখেন- ' ফিলিস্তিন এবং ফিলিস্তিনেরদের জন্য সুবিচার চাওয়াটার সঙ্গে ইসলামের কোনও যোগসূত্র নেই।অন্তত শুধুমাত্র সেটা ধর্মীয় কারণ হতে পারে না। প্রথম এবং সবার আগে সেটার সঙ্গে সাম্রজ্যবাদবিরোধী, উপনিবেশিকতাবাদবিরোধী এবং বর্ণবিরোধী কারণ যুক্ত রয়েছে। সেই কারণে এটা নিয়ে আমাদের সবার মাথাব্যাথা থাকা উচিত, অমুসলিমদেরও থাকা উচিত'। ১১ বছর আগে প্যালেস্তাইনের গাজায় গিয়ে সেদেশের পতাকা হাতে ইসরায়েলি সেনাকে ‘মধ্যমা দেখানোর' একটি বিতর্কিত ছবিও পোস্ট করেন স্বরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct