মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান: সাফাই অভিযান শুরু করল খণ্ডঘোষের জগবন্ধু স্কুল। স্কুল চত্বর, ক্লাশ রুম, আশপাশ এলাকা পরিষ্কার করে। প্রাক্তন অনেক প্রতিষ্ঠিত ছাত্র এই সাফাই অভিযানে অংশগ্রহণ করেন। সি এ বি এর মেম্বার মুন্সী হাফিজুর রহমান, জামালপুর এর বিধায়ক অলোক মাঝি থেকে শুরু করে অনেক প্রাক্তন ছাত্র কে এতে অংশগ্রহণ করতে দেখা যায়। স্থানীয় বিধায়ক নবীন চন্দ্র বাগ নিজে ঝাঁটা হাতে পরিস্কার অভিযানে অংশগ্রহণ করেন।
বিধায়ক নবীন বাগ গোটা এলাকায় যে ভাবে সামাজিক ও উন্নয়ন মূলক কাজে অংশগ্রহণ করেন তার খুবই প্রশংসা করেন স্কুলের প্রধান শিক্ষক তপন চক্রবর্তী। বিধায়ক নবীন বাগ সমস্ত মানুষ কে নিজ নিজ এলাকা পরিষ্কার রাখার আহ্ববান জানান। স্কুল পরিচালন সমিতির সম্পাদক শ্যামল দত্ত বলেন যে ভাবে প্রতিষ্ঠিত ও গুণী ছাত্ররা আমাদের ডাকে সারা দিয়ে এই সাফাই অভিযানে অংশগ্রহণ করলেন তার জন্য সবাইকে ধন্যবাদ। স্কুলের প্রধান শিক্ষক এই ঐতিহাসিক স্কুলের আরো বিল্ডিং দরকার এবং স্কুলের একটা গুরুত্ব পূর্ণ পুকুর বেদখল হয়ে আছে, তার ব্যবস্থা গ্রহণ করার জন্য বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেন সেহারা বাজার রহমানিয়া আল আমিন মিশনের সহ সম্পাদক মোল্লা সফিকুল ইসলাম, স্থানীয় প্রধান আগমনী দলুই চক্রবর্তী, স্কুল কমিটির সদস্য মলয় ঘোষাল, রিপন মুন্সী ও ঝর্না পাল উপস্থিত ছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct