রাহুল রায়, কাটোয়া: ব্রহ্মাণী নদীর উপর কাটোয়া ২নং ব্লকের মালঞ্চ ব্রিজ অবস্থিত। এই মালঞ্চ ব্রিজের উপর দিয়ে সিঙ্গি অঞ্চলের ছোটমেইগাছি গ্ৰাম,গাজীপুর অঞ্চলের মালঞ্চ ও দেয়াসিন গ্ৰামের মানুষেরা কাজের সূত্রে কাটোয়া ও দাঁইহাট যাতায়াত করে। সাংসদ তহবিল থেকে মালঞ্চ গ্ৰামের পাকা ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছিল।
করোনা দ্বিতীয় ঢেউ আসার জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউনের সময় পাকা ব্রিজ তৈরির কাজ অর্ধসমাপ্ত হয়ে রয়েছে। এলাকার মানুষদেরকে যাতায়াত করতে হয় ভগ্ন বাঁশের সেতু দিয়ে। কয়েকদিনের বৃষ্টিতে ব্রহ্মাণী নদীর জল ছাপিয়ে কৃষি জমি সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বেশি জলের কারণে ভগ্ন বাঁশের সেতু জলের তলায় চলেগেছে। এলাকার মানুষেরা জীবনের ঝুকি নিয়ে নৌকায় পারাপার ও ভগ্ন বাঁশের সেতুর উপর দিয়ে যাতায়াত করছে।
এলাকার মানুষেরা বলছেন,বন্যা পরিস্থিতির জন্য আমরা চরম দুর্ভোগের মধ্যে রয়েছি। তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন দ্রুত বাঁশের সেতু মেরামত ও পাকা ব্রিজ নির্মাণ করতে হবে। সিঙ্গি গ্ৰাম পঞ্চায়েতের প্রধান দিব্যন্দু চ্যাটার্জী জানালেন জল কমলেই বাঁশের সেতু মেরামত করা হবে বলে আশ্বাস দেন এলাকার মানুষদেরকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct