মাহাবুব খান, কলকাতা: করোনাকালে দিন দিন যেমন তীব্র হচ্ছে রক্ত সংকট তেমনি বিরল গ্রুপের রক্ত পাওয়া দিন দিন হয়ে যাচ্ছে দুষ্কর। যদিও বরাবরের বারের মতো এবারও মহামূল্যবান ‘ ও নেগেটিভ’ রক্ত দান করতে পিছু হটলেননা মোহাম্মদ সেখরুল শেখ।রাত্রি ৯ টায় ইমার্জেন্সি ব্লাড সার্ভিস নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে ফোন আসে এক ভদ্র মহিলার, তিনি তার মেয়ে মৌসুমী ঘোষ এর জরুরিভিত্তিক প্রসব এর জন্য ‘ও নেগেটিভ’ রক্তের ডোনার এর আর্জি জানান। ইমার্জেন্সি ব্লাড সার্ভিসের সাথে সাথেই রক্তের ডোনার খোঁজ শুরু করে, সাহায্যের হাত বাড়িয়ে দেন সেখরুল।
ইমারজেন্সি ব্লাড সার্ভিসের একজন সক্রিয় সদস্য বলেন,পলাশী থেকে পেসেন্ট এর বাড়ির লোক গাড়ি ভাড়া করে রাত্রি ৯.২০ নাগাদ আমাদের গ্রুপের সক্রিয় সদস্য মোহাম্মদ সেখরুল শেখকে নিয়ে বেরিয়ে পড়ে বহরমপুর মেডিকেল কলেজে। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে রাত্রি ১০.১০ এর দিকে ব্লাড ব্যাংকে পৌঁছে রক্তদান করেন সেখরুল। তিনি বলেন রক্তদান আমার নেশা। রক্ত দানের মধ্যমে জীবনকে উপভোগ করছি। সাবাস জানিয়েছে ইমার্জেন্সি ব্লাড সার্ভিস নামের স্বেচ্ছাসেবী সংগঠন এবং এভাবে রক্তদানের মাধ্যমে মানবতার কাজে এগিয়ে আসার অনুরোধ জানায তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct