নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর: নদী নয়, রাস্তা পারাপার করার জন্যই সাঁকো বানালেন গ্রামবাসীরা। রাস্তার এমন বেহাল দশা হেঁটে পার হওয়া যায় না ওই রাস্তার উপর দিয়ে। তাই বাধ্য হয়ে বাঁশ দিয়ে সাঁকো বানিয়ে পারাপার করছেন বাসিন্দারা। এমনই ঘটনা ঘটেছে হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লক এলাকার ভালুকা গ্রাম পঞ্চায়েতের বর্নাহী ইকবালপুর এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই রাস্তা নিয়ে বহুবার আন্দোলন হয়েছে। এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে ব্লক প্রশাসন বহুবার আশ্বাস দিয়েছেন রাস্তা নির্মাণ করে দেওয়ার। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। বর্ষা আসতেই তাই আবার বেহাল দশায় পরিণত হয়েছে এই রাস্তা। এলাকার বাসিন্দাদের এই রাস্তা দিয়ে গোবরা হাট যেতে হয় ব্যবসা বাণিজ্যের কারণে। রাস্তার উপর নির্ভর করে কমলাবাড়ী বর্ণাহি একবালপুর এলাকার বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম জানান আমরা বহুদিন ধরেই এই রাস্তাটি নির্মাণ করার কথা স্থানীয় প্রশাসনকে বারবার জানিয়েছি।তাঁরা কোনো কর্ণপাত করেনি।
এই রাস্তার কিছুটা অংশ নির্মাণ হয়েছে। কিন্তু বাকি এক কিলোমিটারের মতো রাস্তা এখনো কাঁচা অবস্থায় পড়ে আছে।রাস্তার বেহাল দশার কারণে এলাকার বাসিন্দারা বাধ্য হয়ে ৫ কিলোমিটার ঘুরে যেতে হয়।
ভালুকা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মজিবুর রহমান জানান ওই এলাকায় রাস্তা খারাপের ব্যাপারে জানি।বর্ষা পড়ে যাওয়াতে কাজ বন্ধ রয়েছে। বর্ষা শেষ হলেই রাস্তার কাজ করে দেওয়া হবে।
এ প্রসঙ্গে দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান নাজিবুর রহমান জানান পঞ্চায়েতে অনাস্থা সংক্রান্ত গন্ডগোল এর জেরে রাস্তার কাজ বন্ধ হয়ে পড়ে আছে।আশা করছি অবিলম্বে আমার গ্রাম পঞ্চায়েত এলাকায় যেটুকু অংশ ওই রাস্তার মধ্যে পড়ছে তা অবিলম্বে নির্মাণ করে দেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct