আপনজন ডেস্ক: টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা এখন নিউজিল্যান্ডের কাছে। কিন্তু ঘর ও ঘরের বাইরে পারফরম্যান্স চিন্তা করলে টেস্টে এখন ছড়ি ঘোরাচ্ছে ইংল্যান্ড ও ভারতই। এ দুই দলের পাঁচ টেস্টের সিরিজ তাই উত্তেজনা ছড়াচ্ছে বেশ আগ থেকেই। সিরিজের প্রথম ম্যাচের শেষ দিনটি সব উত্তেজনা নিয়েই হাজির হচ্ছে। ট্রেন্ট ব্রিজে চতুর্থ দিন শেষে ১ উইকেটে ৫২ রান ভারতের। আগামীকাল জয়ের জন্য আর মাত্র ১৫৭ রান দরকার ভারতের। হাতে আছে ৯ উইকেট।
প্রথম ইনিংসে পার্থক্য গড়ে দিয়েছিলেন লোকেশ রাহুল। এই ওপেনার দ্বিতীয় ইনিংসে এসে প্রথম ইনিংসের ফর্ম খুঁজে পাননি। কিন্তু তাঁর আজকের ২৬ রানের গুরুত্বও কম নয়। ২০৯ রানের লক্ষ্যে নামা ভারতকে চেপে ধরতে চেয়েছিল ইংল্যান্ড। কিন্তু জিমি অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড আশানুরূপ সুইং পাননি। আর সিম ও বাউন্সের মাধ্যমে প্রতিপক্ষকে ভড়কানোর চেষ্টা করেছেন কিন্তু রাহুলের ইতিবাচক ব্যাটিং সে চেষ্টাকেও ব্যর্থ বানিয়ে দিয়েছে। রাহুল দলকে ৩৪ রানে রেখে ফিরে গেলেও সেটা বড় ভরসা হয়ে এসেছে দলের জন্য। রোহিত শর্মা স্বভাবসুলভ খেলার চেষ্টা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলেও চাপে থাকা চেতেশ্বর পূজারা দারুণ তিনটি চারে একটু স্বস্তি নিয়ে ড্রেসিংরুমে ফিরতে পেরেছেন। তবে ম্যাচের মীমাংসা আজই হয়ে যেতে পারত। কাল আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে গিয়েছিল ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৯৫ রানে পিছিয়ে থাকা ইংল্যান্ডকে আবার হতাশ করেছেন ব্যাটসম্যানরা। শুধু একাই লড়েছেন জো রুট। তাঁর দুর্দান্ত ১০৯ রানের পাশে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি ৩২ রানের! সেটাও আটে নামা বোলিং অলরাউন্ডার স্যাম কারেনের। যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজদের সামনে এমনই জবুথবু মনে হচ্ছিল ইংল্যান্ডকে।
৬ উইকেটে ২৭৪ রান তুলে দলকে শক্ত অবস্থানে নিয়ে গিয়েছিলেন অধিনায়ক। রুট আউট হওয়ার পরই আবার পুরোনো চেহারা ইংল্যান্ডের। ২৯ রানে শেষ ৪ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৬৪ রানে ৫ উইকেটসহ ম্যাচে ৯ উইকেট পেয়েছেন বুমরা। ইংল্যান্ডের মাটিতে ভারতীয় কোনো পেসারের এটা দ্বিতীয় সেরা বোলিং। সিরাজ, মোহাম্মদ শামি বা শার্দূল ঠাকুররাও খারাপ করেননি। টেস্ট ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো প্রতিপক্ষের ২০ উইকেটই পেয়েছেন ভারতীয় পেসাররা!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct