আপনজন ডেস্ক: কেআরলিং হরলান্ডকে নিয়েই বেশি গুঞ্জন শোনা যাচ্ছিল। নিজেদের আক্রমণভাগে গত মৌসুমেই প্রচুর অস্ত্র জোগাড় করেছিল চেলসি। চ্যাম্পিয়নস লিগ জিতে এর পুরস্কারও পেয়েছে তারা। তবু জার্মান স্ট্রাইকার টিমো ভের্নারের ফর্ম তাদের বেশ ভুগিয়েছিল। এবার তাই আরও নিখুঁত কোনো স্ট্রাইকারের খোঁজ করছিল চেলসি। আর দলটির প্রথম পছন্দ ছিল আরলিং হরলান্ড।
জার্মান ক্লাবে খেলা হরলান্ড এখন সবার আগ্রহ জাগাচ্ছেন। গত দেড় মৌসুমে বিশ্ব ফুটবলে আলোড়ন তুলেছেন এই স্ট্রাইকার। কিন্তু তাঁর ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড যে তাঁকে ছাড়তে রাজি নন। ১৭ কোটি ইউরোর কমে তো নয়ই। চেলসি তাই নজর অন্যদিকে ফিরিয়েছে। সাবেক খেলোয়াড় রোমেলু লুকাকুকেই কিনে আনছে তারা।
গত মৌসুমে ইতালিতে বেশ বড় এক ঘটনা ঘটেছে। ক্রিস্টিয়ানো রোনালদো সমৃদ্ধ জুভেন্টাসকে হটিয়ে শিরোপা জিতেছে ইন্টার মিলান। টানা ৯ বছর ধরে ইতালিতে আধিপত্য দেখানো জুভেন্টাসের পথ আটকাতে আন্তোনিও কন্তে গড়েছিলেন দুর্দান্ত এক দল। কিন্তু শিরোপা জেতার পরই ইন্টার মিলানের মালিকপক্ষের সাফল্যক্ষুধা মিটে গেছে। আর সে কারণেই খেলোয়াড় বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। আর সেটা আটকাতে পারবেন না জেনে আগেই বিদায় নিয়েছেন কন্তে।
সিরি ‘আ’ জেতা দল থেকে প্রথমে বিদায় নিয়েছেন আশরাফ হাকিমি। আক্রমণাত্মক রাইটব্যাক হিসেবে বর্তমানে বিশ্বের সবচেয়ে ভয়ংকর হাকিমিকে পিএসজি নিয়ে গেছে শর্ত সাপেক্ষে প্রায় ৭ কোটি ইউরোতে। এতেও যে ইন্টারের তহবিলে ঘাটতি রয়ে গেছে, সেটা বোঝা যাচ্ছে ভালোভাবে। হরলান্ডকে কোনোভাবেই পাওয়া যাবে না বুঝতে পেরে চেলসি নজর ফিরিয়েছিল রোমেলু লুকাকুর দিকে। ২৮ বছর বয়সী গত মৌসুমে দারুণ ফর্মে ছিলেন। ইন্টারকে শিরোপা এনে দেওয়ার পথে করেছিলেন ২৪ গোল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct