আপনজন ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী যারানজ দখলের ২৪ ঘণ্টার মাথায় দ্বিতীয় প্রাদেশিক রাজধানী দখল করেছে তালিবানরা। শনিবার আফগানিস্তানের প্রভাবশালী সশস্ত্র সংগঠনটি উত্তরাঞ্চলীয় জাওযজান প্রদেশের রাজধানী শেবেরগান দখল করে নিয়েছে। প্রদেশের ডেপুটি গভর্নর কাদির মালিয়া বার্তা সংস্থা এএফপির কাছে সাক্ষাতকারে এই তথ্য জানান।
তিনি বলেন, সরকারি বাহিনী ও কর্মকর্তারা বিমান বন্দরের দিকে পিছিয়ে এসেছে। আফগানিস্তানের তালিবানবিরোধী যুদ্ধবাজ নেতা আবদুর রশিদ দোস্তাম এই শহরের বাসিন্দা। তুরস্কে দীর্ঘদিন চিকিৎসার পর সম্প্রতি তিনি আফগানিস্তানে ফিরে এসেছিলেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণার পরিপ্রেক্ষিতে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ ও দখল নিতে শুরু করে তালিবান। এরমধ্যে প্রতিবেশী দেশগুলোর সাথে গুরুত্বপূর্ণ সীমান্ত সংযোগসহ গ্রাম ও পার্বত্য অঞ্চলের বেশিরভাগই তালিবান দখল করে নিয়েছে।
উল্লেখ্য, গ্রাম ও পার্বত্য অঞ্চলের পর প্রাদেশিক রাজধানীসহ বিভিন্ন শহর দখলে হামলা শুরু করে তালিবান। শুক্রবার যারানজ শহর দখলের মাধ্যমে প্রথম কোনো প্রাদেশিক রাজধানী দখল করে তালিবান।
শুক্রবার বিকেলে আফগানিস্তানের নিমরোজ প্রদেশের রাজধানী জারঞ্জ তালিবান দখলে নেয় বলে আফগান সরকারের অন্তত দুইটি পৃথক সূত্র নিশ্চিত করে। ইরান সীমান্তের কাছে অবস্থিত জারঞ্জ আফগানিস্তানের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct