নিজস্ব প্রতিবেদক, খানাকুল: বন্যার পরে যেটা সবথেকে বড় সমস্যা পানীয় জল খাদ্য সাপের উপদ্রব। তাই কার্বলিক এসিড ফিনাইল ব্লিচিং পাউডার ছাড়াও দুর্গতদের জন্য খাদ্য বিতরণ করা হল হুগলির খানাকুলের বিস্তীর্ণ বন্যা কবলিত এলাকায়।
এদিন জিডি চ্যারিটেবল সোসািইটির কর্ণধার জিডি পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা হোসেনের আর্থিক সহযোগিতায় নাবাবিয়া মিশনের পরিচালনায় দুস্থদের মধ্যে খিচুড়ি রান্না করে সাত জায়গাতে খাওয়ানো হয়। এছাড়াও দু তিন দিন পরে ড্রাই খাবার খাদ্য সামগ্রী তুলে দেয়া হবে বলে জানান নাবাবিয়া মিশনের সম্পাদক সাহিদ আকবর। তিনি জানান, তাদের এই ত্রাণ কাজে সহেযোাহিতার হাত বাড়িয়ে দিয়েছেন মেমারির মামূন ন্যাশনাল স্কুলে কর্ণধার কাজি মুহাম্মদ ইয়াসিন। কাজী মুহাম্মদ ইয়াসিন প্রায় ৫০০০ লিটার পানীয় জল জলবন্দি নাবাবিয়া মিশনে পাঠান। এছাড়া সৈয়দ আলী রেজা ১৪০ পেটি পানীয় জল, পাঠান বিহার থেকে শেখ মোহাম্মদ আইয়ুব আলী পাঠান। এছাড়াও বহু ব্যক্তি ত্রাণ সামগ্রী পাঠান।
এদিন বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবাবিয়া মিশনে সাধারণ সম্পাদক শেখ সাহিদ আকবার, সমাজসেবী জাহির মোল্লা, সালমান হোসেন, আরিফুর রহমান, তামিম আমেদ, সেলিম মন্ডল, আলতাফ হোসেন, মতিউর রহমান মল্লিক, শেখ মোহাম্মদ রফিক প্রমুখ।
মিশনের সাধারণ সম্পাদক সাহিদ আকবর জানান আমরা সোমবার থেকে প্রশাসনের সহযোগিতা নিয়ে খানাকুল গোঘাট প্লাবিত এলাকায় মানুষের কাছে খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছাব তিনি জানান গতকাল মোস্তাক হোসেন ফোন করে এলাকার সমস্ত খোঁজখবর এর কথা জানেন এর পরেই তিনি আপাতত খিচুড়ি খাওয়ানোর জন্য নির্দেশ দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct