এম মেহেদী সানি, বারাসাত: পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রী গোলাম রব্বানিকে সংবর্ধনা দেওয়া হল। উত্তর ২৪ পরগনা ব্লক লেভেল ফ্যাসিলিটেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এর পাশাপাশি ব্লক লেভেল ফ্যাসিলিটেটরদের পক্ষে থেকে মন্ত্রীর হাতে সাত দফা দাবি সহ স্মারকলিপি পেশ করা হয়। হাবড়া ১ নম্বর ব্লকের ফ্যাসিলিটেটর সিদ্দিক হোসেন বলেন, “জেলার বিভিন্ন ব্লক অফিসে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক চুক্তির ভিত্তিতে বিগত ৭-৮ বছর ধরে ব্লক লেভেল ফ্যাসিলিটেটররা কর্মরত রয়েছেন। দারা সংখ্যালঘু বিষয়ক উন্নয়নের লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন।
তাই এদিন আমরা উত্তর ২৪ পরগনা ব্লক লেভেল ফ্যাসিলিটেটরদের পক্ষ থেকে, আমাদের ৬০ বৎসর পর্যন্ত চাকরি সুনিশ্চিতকরণ,নিয়মিত মাসিক বেতন, প্রতি বছর ৩ শতাংশ বেতন বৃদ্ধি, উৎসব বোনাস সহ সাতটি দাবি পূরণের জন্য মন্ত্রীর কাছে আবেদন পত্র জমা দেওয়া হয়েছে।” এদিন প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার ইমাম সংগঠনের নেতৃত্ব মোহাম্মদ হাসানুজ্জামান, এবং জেলার ফ্যাসিলিটেটররা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct