অমরজিৎ সিংহ রায়, হরিশ্চন্দ্রপুর: ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হলো বালুরঘাটে। মূলত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলা, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এবং পেগাসাস কাণ্ডের প্রতিবাদে এদিন ঝাঁটা হাতে প্রতিবাদ কর্মসূচিতে শামিল হয় তৃনমূলের মহিলা নেতৃত্ব । পাশাপাশি শুক্রবার বিকেলে বালুরঘাটে দক্ষিন দিনাজপুর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল করা হয়। এদিন কাঠালপাড়া এলাকায় অবস্থিত তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে এই ধিক্কার মিছিলটি বেরিয়ে গোটা শহর পরিক্রমা করে।
এরপর বালুঘাট থানা মোড় এলাকায় জমায়েত হয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কুশপুত্তলিকা দাহ করা হয়। এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদিকা প্রদীপ্তা চক্রবর্তী। এছাড়াও হাজির ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাস, মহিলা তৃনমূল কংগ্রেসের সভাপতি পূর্ণীমা মন্ডল সহ অন্যান্য মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির সদস্যরা। এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদিকা প্রদীপ্তা চক্রবর্তী জানান, আজকে আমরা থানা মোড় এলাকায় বালুরঘাট টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের পুরো পরিবার আবার একসাথে মিলিত হয়েছি।
মহিলাদের দিনের শুরু হয় ঝাঁটা হাতে। সকাল বেলায় ময়লা পরিষ্কার করার মধ্যে দিয়ে। ঠিক যেভাবে এবছর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ভারতীয় জনতা পার্টিকে ঝেটিয়ে বিদায় করেছে, ঠিক সেইভাবে ২০২৩ এ ত্রিপুরা থেকে এই ভাবেই বিজেপি সরকারকে তৃণমূল সরকার ঝেঁটিয়ে বিদায় করবে। এটা তারই সূচনা। পাশাপাশি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যেভাবে বিজেপির ত্রিপুরা সরকার বর্বরোচিত আক্রমণ চালিয়েছে, সেটার জন্য আমাদের এই প্রতীকী প্রতিবাদ। একটি গণতান্ত্রিক দেশে কিভাবে এই ধরনের আচরণ সরকারের পক্ষ থেকে করা যেতে পারে। এটা সত্যি আশ্চর্যজনক বিষয়! তার পাশাপাশি আমরা পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি এবং পেগাসাস এর মত প্রত্যেকটা দুষ্কর্মের সঙ্গে বিজেপি যুক্ত, তার প্রতিবাদে আমরা এই প্রতীকী প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছি। তাই পশ্চিমবঙ্গ থেকে যেমন ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে বিজেপিকে। সেই ভাবে এরপর ত্রিপুরা এবং তারপর ভারতবর্ষ থেকে বিজেপিকে আমরা ঝেঁটিয়ে বিদায় করবে তৃণমূল কংগ্রেস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct