আপনজন ডেস্ক: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গনতেজ বলেছেন, ইরানে হামলা চালাতে ইসরাইলের সামরিক বাহিনী প্রস্তুত। তিনি ইরানকে ‘বৈশ্বিক এবং আঞ্চলিক সমস্যা’ বলে উল্লেখ করেন। ইসরাইলের ট্যাংকারে হামলা নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যেই প্রতিরক্ষামন্ত্রী এই মন্তব্য করলেন। এদিকে পশ্চিম তীরে বসতি উচ্ছেদ করেছে এবং একই দিনে লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। খবর আলজাজিরা ও ডয়চেভেলের।
ইসরাইল জানিয়েছে, ওমান উপসাগরে ট্যাংকারে ইরানের ড্রোন হামলার অকাট্য প্রমাণ তাদের হাতে আছে। যদিও দেশটি কোনো প্রমাণ হাজির করেনি। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যও ইসরাইলি ট্যাংকারে হামলার জন্য ইরানকে দায়ী করেছে।
ইরান এই অভিযোগ অস্বীকার করেছে এবং হামলা হলে পালটা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। গতকাল স্থানীয় মিডিয়াকে দেওয়া সাক্ষাত্কারে এক প্রশ্নের জবাবে বেনি গনতেজ বলেন, ইসরাইল ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত। এমনকি বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ করার জন্যও ইসরাইল প্রস্তুত বলে প্রতিরক্ষামন্ত্রী জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct