নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর: প্রশাসনিক নির্দেশের জেরে নিরাপত্তাজনিত অজুহাত দেখিয়ে বাতিল করে দেওয়া হল দলীয় পঞ্চায়েতের বিরুদ্ধে ডাকা শাসক দলেরই বিক্ষুব্ধ পঞ্চায়েত সদস্যদের অনাস্থা প্রক্রিয়া।ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের দৌলত নগর গ্রাম পঞ্চায়েত এলাকায়।বিক্ষুব্ধ পঞ্চায়েত মেম্বারদের আবেদনের ভিত্তিতে শুক্রবার দৌলত নগর গ্রাম পঞ্চায়েত অফিসে প্রধানের বিরুদ্ধে অনাস্থা সভার আয়োজন করেছিল ব্লক প্রশাসন। কিন্তু শুধুমাত্র নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ও পর্যাপ্ত পুলিশ বাহিনী নেই এই অজুহাতে রাতারাতি অনাস্থা সভা বাতিল করল হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লক প্রশাসন। আর এই ঘটনার পর থেকেই দৌলত নগর এলাকায় অনাস্থা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে বিক্ষুব্ধ মেম্বাররাও পাল্টা জানিয়েছেন তারা পিছু হটছেন না। আবার কোর্টে গিয়ে অনাস্থার জন্য আবেদন জানাবেন।
এ প্রসঙ্গে চাঁচল মহকুমাশাসক কল্লোল রায় জানিয়েছেন সমস্ত দিক খতিয়ে দেখেই দৌলত নগর গ্রাম পঞ্চায়েতের সভা বাতিল করেছে সংশ্লিষ্ট ব্লকের বিডিও।স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে খবর হরিশ্চন্দ্রপুর থানায় পর্যাপ্ত পুলিশ ফোর্স না থাকার দরুন ওই গ্রাম পঞ্চায়েতের অনাস্থা সভাতে পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা সম্ভব নয়।সে কথাই পুলিশের তরফ থেকে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছিল।
শাসকদলের ব্লক সভাপতি হযরত আলী জানান দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা দলের হাইকমান্ড কখনোই সমর্থন করে না। তবে আজকের অনাস্থা সভা বাতিলের কারণ সেটা প্রশাসনিক সঠিক বলতে পারবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct