মঞ্জুর মোল্লা, নদীয়া: একরত্তি শিশু কেঁদেই চলেছে।উঠেভাগীরথী নদীতে হু হু করে জল বাড়ার কারণে ভাগীরথীর তীরবর্তী গ্রামগুলিতে ইতিমধ্যেই জল ঢোকা শুরু হয়েছে। আতঙ্কে শান্তিপুর ভাগীরথীর তীরবর্তী বেশ কয়েকটি গ্রামের মানুষ। শান্তিপুর চৌধুরীপাড়া, নীরসিংহপুর পুর হাউস কলোনি সহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে হওয়ার সম্ভাবনা। যার কারণে কপালে চিন্তার ভাঁজ পড়েছে গ্রামের মানুষদের। শান্তিপুর চৌধুরীপাড়া গ্রামের একমাত্র চলাচলের রাস্তা এখন জলের তলায়, কোনরকমে চলাচল করার জন্য মাটি ফেলে নতুন রাস্তা তৈরি করছে গ্রামের মানুষ। ইতিমধ্যে গ্রামের হবিপুর
গ্রাম পঞ্চায়েত প্রধান শোভা সরকার সব রকম ভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এছাড়াও গ্রামের নিচু জায়গা গুলি তে জল ঢোকার আগেই বসবাসকারী মানুষদের স্থানীয় এ’কটি স্কুলে আশ্রয়ের জন্য ব্যবস্থা করা হয়েছে। গ্রামের মানুষদের অভিযোগ, বেশ কয়েক বছর ধরে একই সমস্যায় ভুগছেন তারা। অতি ভারী নিম্নচাপ ও বর্ষা এলেই ভাগীরথী নদীতে ভাঙ্গন শুরু হয়। যার ফলে নদীর তীরবর্তী এলাকার একাধিক চাষের জমি থেকে শুরু করে ভিটেমাটি চলে গেছে নদীবক্ষে। সারা বছরই খুবই দুর্বিষহ মধ্যে দিন কাটায় তারা, একইভাবে বেশ কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের কারণে ভাগীরথী নদীর জলোচ্ছ্বাস বাড়ায় আবারো ভাঙ্গন শুরু হয়। ওই এলাকার চাষের জমি এখন কার্যত জলের তলে এছাড়াও ভাগীরথী নদীতে প্রায় তিন ফুটের বেশি জল বেড়ে যাওয়ায় ভাগীরথী নদীর তীরবর্তী বেশ কয়েকটি গ্রামে যখন-তখন জল ঢুকে যাওয়ার আশঙ্কায় যথেষ্টই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct