আপনজন ডেস্ক: করোনা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন স্থানে জারি থাকা জরুরি অবস্থা সারাদেশে কার্যকরের আহ্বান জানিয়েছেন জাপানের করোনাভাইরাস বিষয়ক উপদেষ্টা প্যানেলের প্রধান ওমি শিগেরু। বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষে এক বৈঠকে এ কথা বলেন তিনি।
বার্তা সংস্থা জানিয়েছে, ৮টি প্রশাসনিক কাঠামোকে জরুরি বিধিনিষেধের আওতায় আনতে বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি ঘোষণা দিতে যাচ্ছে জাপান সরকার। বুধবার দেশটিতে আরও ১৪ হাজার ২০৭ জনের কোভিড শনাক্ত হয়েছে। শুধু রাজধানী টোকিওতে ৪ হাজার ১৬৬ নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত সরকারি হিসাবেই আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৬৬ হাজার ৯০৭ জনে; যে হারে নতুন রোগী শনাক্ত হচ্ছে তাতে এই সংখ্যা ১০ লাখ পেরোতে সময় লাগবে না বলে অনুমান পর্যবেক্ষকদের। বুধবার ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফেকশাস ডিজিজেস বলছে, এ মাসের গোড়ার দিকে ক্যান্টো এবং কানসাই অঞ্চলে প্রায় ৬০ শতাংশ নতুন সংক্রমণ ঘটেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct