আপনজন ডেস্ক: একসময়ে যে কোহলির ক্রিজে নামা মানে ছিল সেঞ্চুরির সম্ভাবনা, সেই তাঁর যে এখন শূন্যের সঙ্গেই বেশি সখ্য! আজকের ইনিংস নিয়ে টেস্টে সর্বশেষ ছয় ইনিংসে তৃতীয়বার শূন্য রানে আউট হয়েছেন কোহলি! যেখানে সেঞ্চুরির দেখা তাঁর ব্যাটে সর্বশেষ মিলেছে পৌনে দুই বছর আগে!
কোহলির শূন্য রানে আরেকবার আউট হওয়ার দিনে ট্রেন্ট ব্রিজের দখল নিয়েছে বৃষ্টি। দুবার বৃষ্টিতে খেলা থেমেছে, শেষ পর্যন্ত দ্বিতীয় দফার বৃষ্টি আর থামেইনি। পুরো দিনে খেলা হতে পেরেছে মাত্র ২১২ বল! ৪ উইকেটে ১২৫ রান নিয়ে দিন শেষ করেছে ভারত।
ক্রিজে আছেন ওপেনার লোকেশ রাহুল ও উইকেটকিপার ঋষভ পন্ত। দারুণ ব্যাটিং করতে থাকা রাহুল ফিফটি করেছেন, ১৫১ বলে ৫৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। পন্ত ৮ বলে ৭ রান নিয়ে অপরাজিত।
দিনের সবকিছু ছাপিয়ে আলোচনায় অবশ্য কোহলির শূন্য রানে আউট হওয়াই! জেমস অ্যান্ডারসনের যে বলটাতে কোহলি আউট হয়েছেন, সেটি অবশ্য এককথায় চোখধাঁধানো। কোহলি খেলেছিলেন ইনসুইং মনে করে, তবে অ্যান্ডারসনের বলটা ধরে রেখেছিল লাইন। তাতেই কট-বিহাইন্ড হয়ে শূন্যতে ফিরতে হয়েছে কোহলিকে। অ্যান্ডারসনের উল্লাসই অনেক কিছু বলে দিচ্ছিল। ছুটতে থাকা ইংল্যান্ড পেসারকে যেন আটকাতেই পারছিলেন না সতীর্থরা! যেন ফিরে এসেছে ২০১৪ সালের ভূত! সেবার ইংল্যান্ড সফরে অ্যান্ডারসনের বলেই বারবার ধরা পড়েছিলেন কোহলি। মাঝে ২০১৮ সালে ইংল্যান্ড সফরে কোহলি বিধ্বংসী ব্যাটিং করেছিলেন, সেবার অ্যান্ডারসনের বলেও আউট হননি। কিন্তু এবার সফরের প্রথম টেস্টে মুখোমুখি প্রথম বলেই আউট!
অবশ্য ২০১৮ সালের সফরেও টেস্ট সিরিজের শেষ ইনিংসে গোল্ডেন ডাক নিয়ে ফিরেছিলেন কোহলি। তাতে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে কোহলির সর্বশেষ দুই ইনিংস দাঁড়াল ০ (১ বল), ০ (১ বল)! তবে ইংল্যান্ডের মাটিই নয়, সব মিলিয়েই কোহলির শূন্য রানে আউট হওয়ার উদাহরণ বেড়েই চলেছে। এ বছরের শুরুতে নিজেদের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে চার টেস্টে দুবার কোহলি আউট হয়েছেন শূন্য রানে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct