আপনজন ডেস্ক: অনেকেই কবরের পাশে গাছ লাগিয়ে থাকেন। আবার মসজিদের জায়গায় কিংবা পারিবারিক কবরস্থান হলেও গাছ লাগান। তবে এসব গাছের ফল খাওয়া ঠিক কিনা তা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দে ভোগেন। মসজিদ এবং কবরস্থান সবার জন্য উন্মুক্ত। এখানে যে কেউ গাছ লাগাতে পারবেন। তবে অনেকেই কবরস্থানের ফল-গাছ ইত্যাদি ব্যবহার করতে চায় না। আসুন জেনে নেওয়া যাক এ সম্পর্কে ইসলামের দিকনির্দেশনা কী? মসজিদের খালি জায়গায় অনেক সময় ফল-ফুল ও বনজ গাছ লাগানো হয়। আবার পারিবারিক কিংবা ওয়াক্ফ কবরস্থানে প্রিয়জনের কবরের পাশে এবং খালি জায়গায়ও লাগানো হয় এসব গাছ। এ সব গাছের ফল, ফুল, কাঠ কিংবা বনজ গাছ ব্যবহারে ইসলামিক স্কলাররা কিছু অভিমত ব্যক্ত করেছেন, মসজিদের খালি জায়গায় অনেক সময় মসজিদ কমিটি কিংবা সংশ্লিষ্টরা ফলজ ও বনজ গাছ লাগিয়ে থাকেন। এসব গাছের ফল ও কাঠ সবই মসজিদের। মসজিদের জায়গার গাছের মালিক মসজিদ এবং এর ফলও মসজিদের। তাই মুসল্লি কিংবা অন্য কারো জন্য বিনামূল্যে এসব ফল খাওয়া বৈধ হবে না। সুতরাং কেউ যদি মসিজদের জায়গায় থাকা গাছ ব্যবহার করতে চায় কিংবা ফল খেতে চায় তবে তাকে অবশই ন্যায্য মূল্য পরিশোধ করতে হবে। এখন প্রশ্ন কবরস্থানের ফল খাওয়া যাবে কি? ইসলামিক স্কলারদের মতে, কবরস্থানে খালি জায়গার যেখানে কোনো কবর নেই, সেখানে অন্য কোনো কাজ করা জায়েজ নেই। তবে খালি স্থানে বিভিন্ন ধরনের ফল গাছ লাগানো বৈধ। আর তা খাওয়াও বৈধ। বিক্রি করে কবরস্থানের উন্নয়ন করাও বৈধ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct