আপনজন ডেস্ক: নতুন বউকে ঘরে তুলতে আত্মীয়স্বজনদের নিয়ে নৌকায় যাচ্ছিলেন বর মিজানুর রহমান। কিন্তু মুহূর্তেই পুরো দৃশ্যপট পাল্টে গেল। বিয়েবাড়ির সব আনন্দ মুহূর্তেই রূপ নিয়েছে বিষাদে। বরযাত্রীর নৌকায় বজ্রপাতে একে একে প্রাণ হারিয়েছেন বাবা, পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনসহ ১৬ জন। আনন্দের বিয়েবাড়িতে এখন শুধু কান্না। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর তেলিখাড়িতে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ৬ জন। হতাহতরা সবাই বরযাত্রী ছিলেন। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাকিব-আল-রাব্বি। তিনি বলেন, শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের পদ্মা নদীর তেলিখাড়ি ঘাটে দুপুরে বজ্রপাতের ঘটনা ঘটে। বরযাত্রীরা সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার। বৃষ্টির সময় ঘাটের ছাউনির নিচে তাঁরা আশ্রয় নিয়েছিলেন। এ সময় বজ্রপাত হয়। পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন মাস্টার জানান, সদর উপজেলার নারায়ণপুর থেকে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫ জন বউভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এছাড়া একজন দক্ষিণ পাকা গ্রামের নৌকার মাঝি। নৌকায় মোট যাত্রী ছিলেন ৫৫ জন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct