আপনজন ডেস্ক: রাজ্যের অন্যতম ছাত্র সংগঠন এসআইও সাংবাদিকতা নিয়ে এক বিমেষ ওয়েবিনারের আযোজন করে। ওই ওয়েবিনারের বিষয় ছিল, ‘সাংবাদিকতা ও ভবিষ্যৎ’। এই অনুষ্ঠানে অতিথি হিসাবে ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের বিশিষ্ট অধ্যাপিকা গাজালা ইয়াসমিন ও দৈনিক ‘আপনজন’ পত্রিকার সম্পাদক জাইদুল হক।
এদিন সাংবাদিকতা নিয়ে জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন অধ্যপিকা গাজালা ইয়াসমিন। তিনি তরুণ সমাজকে সাংবাদিকতা বা মাস কমিউনিকেশন নিয়ে পড়ার ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান। গাজালা ইয়াসমিন বলেন, এখন সাংবাদিকতার বিষয়টি অনেক বেশি বিস্তৃত। শুধু প্রিন্ট মিডিয়াতেই সীমাবদ্ধ নেই সাংবাদিকতা। ডিজিটাল মিডিয়ার প্রচলনের ফলে এখন সংবাদমাধ্যমের গণ্ডী তাই আর সীমিত নয়। পড়ুয়ারা টিভি চ্যানেল, ইউটিউব চ্যানেল, নিউজ পোর্টাল প্রভৃতি ক্ষেত্রে কর্মসংস্থানের যে সুযোগ আছে, নিজেদেরকে প্রতিষ্ঠা করার সুযোগ আছে তা স্পষ্ট করে দেন। তবে, ভাল সাংবাদিক হতে হলে বেশি করে সংবাদপত্র পড়ার ব্যাপারে বিশেষ নজর দেওয়া প্রয়োজন বলে তিনি পরামর্শ দেন। গাজালা ইয়াসমিন আরও বলেন, আলিয়া বিশ্ববিদ্যালয় শুধু মাস কমিউনিকেশন নিয়ে পড়ার সুযোগ নেই, কলকাতা বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় এমনকী গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়েও পড়ার সুযোগ রয়েছে। তাই গ্রামের ছেলেমেয়েদের এ বিষয়ে পড়াশুনা করতে কোনও অসুবিধা হওয়ার কথা নয়। তবে, সাংবাদিকতা পড়ার জন্য যে ইংরেজি বেশি জরুরি তা তিনি পরিষ্কার করে দেন পাঠ্যমাধ্যম ইংরেজি মাধ্যমে হওয়ার জন্য। অধ্যাপিক গাজালা জানান, আলিয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার পঠনপাঠন ইংরেজিতে হয়। যেহেতু পড়ুয়াদের পরীক্ষায় লিখতে হয় ইংরেজিতে তাই তাদের ইংরেজির উপর বিশেষ ভাবে জোর দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, যারা কলা বিভাগে পড়ছে তাার ছাড়াও ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে এমন ছাত্রছাত্রীরাও এখন সাংবাদিকতা নিয়ে স্নাতকোত্তরে পড়ছে চাইছে। সাংবাদিকতা নিয়ে পড়ার জন্য রাজ্যের সংখ্যালঘু সমাজের ছেলেমেয়েদের উদ্বুদ্ধ করতে তিনি সর্বদাই তাদের পাশে থাকবেন বলে জানান গাজালা ইয়াসমিন।
আপনজন পত্রিকার সম্পাদক জাইদুল হক বলেন, সংখ্যালঘু সমাজে এখন সাংবাদিকতা পেশায় এগিয়ে আসার প্রবণতা দেখা যাচ্ছে। এ িবষয়ে তিনি বলেন, আননন্দবাজার পত্রিকার আধুনিক সাংবাদিকতার জনক বলা হয়ে থাকে প্রয়াত সন্তোষকুমার ঘোষকে। সেই সন্তোষকুমার ঘোষের সাংবাদিকতার হাতেখড়ি হয়েছিল দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক মাওলানা আকরাম খানের কাছে। তাই মুসলিম তরুণদের সাংবাদিকতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ওয়েবিনারের প্রশ্ন উত্তর পর্বে একজন প্রশ্ন করেন, কেন সংখ্যালঘু পরিচালিত সংবাদমাধ্যমগুলি সরকার ঘেঁষা খবর পরিবেশন করে। এ বিষয়ে বৃহৎ সংবাদমাধ্যমের উপমা নিয়ে তার ব্যাখ্যা দেওয়া হয়।
তবে, বেশ কয়েকজন আলিয়া বিশ্ববিদ্যারয়ে সাংবাদিকতা নিয়ে পড়ার বিষয়ে নানা প্রশ্ন করেন। তার সুচারু উত্তর দেন গাজালা ইয়াসমিন। এ ব্যাপারে যাবতীয় সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। সমগ্র আলোচনাটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন ইমরান হোসেন। আলোচনা ও প্রশ্ন-উত্তর পর্বের পর রাজ্য সভাপতি সাবির আহমেদের অনুপ্রেরণামূলক বক্তব্যের মাধ্যমে ওয়েবিনার সমাপ্ত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct