আপনজন ডেস্ক: উৎসবে মানুষের সমাগমে করোনা সংক্রমণ বাড়তে পারে এই আশঙ্কায় রাজ্যগুলিকে চিঠি দিয়ে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এর ফলে রাজ্যে পুজোয় সময় রাজ্যে চলমান করোনা বিধি বজায় থাকার জোর সম্ভাবনা। এর উদ্দেশ্য হল, করোনার তৃতীয় ঢেউ ঠেকানো।
এ ব্যাপারে বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ প্রতিটি রাজ্যকে চিঠি লিখে জানিয়েছে, উৎসবের মরশুমে যাতে রাজ্য সরকারগুলি করোনা সংক্রমণ ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেয়।
এ ব্যাপারে স্বাস্থ্য সচিবের পরামর্শ, সামনে মুহাররম ১৯ আগস্ট, ওনাম ২১ আগস্ট, জন্মাষ্টমী ৩০ আগস্ট, গণেশ চতুর্থী ১০ সেপ্টেম্বর আর দুর্গাপুজো ৫ থেকে ১৫ অক্টোবর যেন করোনা রূকতে বিশেষ ব্যবস্থা নেয়। এর ফলে েএবার পুজোর সময়ও করোনা বিধি বজায় থাকার জোর সম্ভাবনা।
উল্লেখ্য, মুসলিমদের দুই প্রধান উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা উৎসবের সময় করোনা বিধি নিষেধ জারি ছিল, জারি অনেকটাই লকডাউনের শামিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অবধি করোনা বিধি জারি রাখার পক্ষে সওয়াল করেন। চলমান করোনা বিদি দুর্গাপুজো অবধি বর্ধিত হওয়ার জোর সম্ভাবনা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct