মঞ্জুর মোল্লা, নদিয়া: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন টেট উত্তীর্ণদের নিয়োগ করবেন, কিন্তু অধিকাংশ টেট প্রার্থীরা নিয়োগপত্র হাতে পেলেও এখনো নিয়োগপত্র হাতে পেলাম না। এবার আত্মহত্যার হুমকি দেখিয়ে জেলা শিক্ষা দপ্তর বর্ণপরিচয় ভবনের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করল টেট উত্তীর্ণরা। উল্লেখ্য ২০১৪ সালে যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন আদালতের নির্দেশেই পরবর্তীকালে তাদের নিয়োগ করা শুরু হয়। কিন্তু এখনো বহু পরীক্ষার্থীরা নিয়োগপত্র হাতে পায়নি।
পরীক্ষার্থীদের দাবি তারা শুধুমাত্র প্রাথমিক শিক্ষক হিসেবে ডিএলএড করেছিলেন। কিন্তু নিয়োগপত্র হাতে না পেয়ে বাড়িতেই বসে রয়েছেন তারা। তাদের দাবি অবিলম্বে সরকার যদি তাদের নিয়োগপত্র হাতে না দেয় তাহলে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই মর্মে জেলার শিক্ষা দপ্তর চেয়ারম্যানের কাছে একটি ডেপুটেশন জমা দেন তারা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct