রাজু আনসারী, অরঙ্গাবাদ: মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানার ধুলিয়ান পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া গ্রামের এক স্কুলছাত্রীকে কীটনাশক খাইয়ে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। সেই ঘটনায় রীতি মতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
স্থানীয় সূত্রে জানাযায় মৃত ছাত্রী সারজীনা খাতুন বয়স (১৬) ধুলিয়ান বাণী চাঁদ আগারওয়ালা বালিকা বিদ্যালয়ের ছাত্রী, সোমবার বাড়ি থেকে সকাল দশটার সময় সারজীনা খাতুন নবম শ্রেণি থেকে দশম শ্রেণিতে স্কুলে ভর্তির উদ্দেশ্যে বের হয়, সন্ধ্যা হয়ে গেলও মেয়ে বাড়ি ফিরলনা চিন্তায় মাথা হাত পরিবারে। বাড়ি না ফেরায় তাঁকে খুঁজতে থাকে তার পরিবারের লোকজনেরা, সন্ধ্যার পরে বাপি সেখ নামে এক যুবক বাইকে করে সামসেরগঞ্জ গ্রামে মিয়েটিকে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা মেয়েটিকে দেখতে পেয়ে তার বাড়িতে নিয়ে যায়। ততক্ষণে মেয়েটির অবস্থা আশঙ্কা জনক হয়ে পড়ে, চোখে কিছুই দেখতে পাচ্ছিল না সে। পরিবার সূত্রের জানাযায় প্রথমে আশঙ্কা জনক অবস্থায় মেয়েটিকে স্থানীয় অনুপ নগর হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা তাকে জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন। পরে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। তবে হাসপাতালে পৌছানোর আগেই রাস্তাতেই মৃত্যু হয় ছাত্রী সারজীনা খাতুনের।
পরিবার সূত্রে জানা গেছে মৃত্যুর আগে কিশোরীর কথা অনুযায়ী অভিযুক্ত যুবক বাপি শেখ সে যেন কিছু খাইয়ে দেয় তার পর চোখে কিছু দেখতে পাচ্ছিলোনা। বাপি সেখে বাড়ি সামসেরগঞ্জ থানার হিজলতলা গ্রামের বাসিন্দা বলে জানা যায়|
মৃত ছাত্রী সারজীনা খাতুনের বাবা সেলিম আনসারী জানিয়েছেন অভিযুক্ত বাপি সেখ সামসেরগঞ্জ থানার হিজলতলা গ্রামের বাসিন্দা। আমার মেয়েকে মোটরসাইকেল করে তুলে নিয়ে গিয়ে কীটনাশক খাইয়ে মেরে ফেলেছে। সে ছেলাটা আমার বাড়িতে এসে দিন কয়েক আগে হুমকি দিয়ে গিয়েছিল তার পর ঘটলো এই ঘটনা। তিনি আরও বলেন আমার মেয়ের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চায়। সামসেরগঞ্জ থানার পুলিশ মৃত্যু কিশোরীকে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত আছে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct