আপনজন ডেস্ক: কিছুদিন আগে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব এক নির্দেশে রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন আধিকারিকদের চিঠি ইভিএম ও ভিভিপ্যাট পরীক্ষা করার জন্য নির্দেশ পাঠিয়েছিলেন। তখনই বোঝা গিয়েছিল রাজ্যের শূন্য থাকা বিধানসভা কেন্দ্রগুলিতে ভোটের জন্য জল গরম হতে শুরু হয়েছে। রাজ্য নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, মঙ্গলবার থেকে ফার্স্ট লেভেল চেকিং শুরু হয়ে গেছে। উপনির্বাচন নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই ফার্স্ট লেভেল চেকিংয়ের জন্য কমিশন নির্দেশ দেওয়ায় এই তৎপরতা।
ফলে, উপনির্বাচনের ঘণ্টা প্রায় বেজেই গেল বলা চলে। তবে, ফার্স্ট লেভেল চেকিং হওয়া মানেই যে এখনই বিধানসভা উপনির্বাচনে দিন ঘোষণা তেমনটা নিশ্চিত নয়। তবেই, এই ফার্স্ট লেভেল চেকিং সম্পন্ন হলে যেকোনও সময় নির্বাচন কমিশন উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে। সেই অপেক্ষায় দিন গুনছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কারণ, আগামী ৫ নভেম্বরের মধ্যে রাজ্যের কোনও শূন্য বিধানসভার উপনির্বাচনে জিতে আসতে হবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। নচেৎ, ওই সময় সীমার মধ্যে বিধায়ক নির্বাচিত হয়ে না আসতে পারলে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ছাড়া উপায় থাকবে না মমতার।
কমিশন সূত্রে খবর, মঙ্গলবার থেকে রাজ্যের ৫ টি বিধানসভা কেন্দ্রে ফার্স্ট লেভেল চেকিং শুরু হয়েছে। এই পাঁচটি কেন্দ্র হল, নির্দেশ, ভবানীপুর, খড়দহ, শান্তিপুর, দিনহাটা এবং গোসাবা বিধানসভা কেন্দ্র। কমিশনের নির্দেশ অনুযায়ী ফার্স্ট লেভেল চেকিং শুরু শেষ করতে হবে শুক্রবারের মধ্যে। সাধারণত, ফার্স্ট লেভেল চেকিংয় শুরুর সময় প্রায় সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতি থাকে। তাদেরকে সাক্ষী রেখে তাদের সামনে ত্রুটিপূর্ণ ইভিএম এবং ভিভিপ্যাট চিহ্নিত করে তা পরিবর্তন করা হয়ে তাকে। অিাগেই রাজনৈতিক দলগুলিকে তাদের প্রতিনিধি হাজির থাকার জন্য বলেছে নির্বাচন কমিশন।
তবে, পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপানির্বাচন হওয়ার কথা থাকলেও তার পাশাপাশি অারও দুটি বিধানসভা কেন্দ্রে ভোট হওয়ার কথা। সে দুটি কেন্দ্রে হল মুর্শিদাবাদের জঙ্গিপুর সামসেরগঞ্জ। বিধানসভা নির্বাচনের সময় এই দুটি কেন্দ্রের প্রার্থীর মৃত্যু হওয়ায় নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছিল। ফলে, সব মিলিয়ে সাতটি বিধানসভা কেন্দ্রে ভোট হওয়ার কথা।
তাই নির্বাচন কমশিনের দিকে তাকিয়ে আছে সব রাজনেতিক দল। যদিও সবচেয়ে বেশি আশা নিয়ে আছে শাসক দল। কারণ, বিধানসভার উপনির্বাচনের দিন ঘোষণা না হলে দরনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর পদ রক্ষা করা কঠিন হয়ে পড়বে। ফার্স্ট লেভেল চেকিং শেষ হওয়ার পর নির্বাচন কমিশন কী ঘোষণা করে সেটাই দেখার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct