খুঁজে ফিরি
কেতকী মির্জা
___________
আজকাল যখন তোমাকে খুব বেশি বেশি মনে পড়ে যায় !
মনের ভিতরের শূন্য আকাশটা আবৃত হয়ে যায় ঘনকুয়াশায়।
একলা বসে থাকে মন আঁধার সাজিয়ে গভীর রাতের নির্জনে !
সেই ভীষণ অন্ধকারে আমার ডুবন্ত শরীরে কষ্টগুলো জ্বলে অজস্র দংশনে ।
তোমাকে মনে পরলেই বিনা মেঘে বৃষ্টি নামলেও দেখতে পাই এই পোড়া দুচোখের জানালায় !
তখন ঠান্ডা অনাহূত চুল ওড়ানো ফাজিল বাতাস এসে জড়িয়ে ধরে কাঁপায় ।
সে আসলে আমাকে না চিনে শুনে আমার কাছ ঘেঁষে বসা অজস্র যন্ত্রণা গুলো ভেঙে চুরে গুঁড়িয়ে দিতে চায় !
উড়িয়ে নিয়ে যেতে চায় শান্ত চোখের পলকে , অবশেষে সবকিছু এলোমেলো করে ছেঁড়া ছেঁড়া মেঘের দলে হারিয়ে যায় ।
আমিও চলতে চলতে পরিশেষে ক্লান্ত হয়ে পৌঁছে গেছি ধ্বংসস্তূপের হরপ্পায় !
মনের ভিতর জমে থাকা চোখের জলে বৃষ্টি ফোঁটার শব্দে নিক্কন খুঁজে চলি অতৃপ্ত সুরের মূর্ছনায়,,,,,,,,,,,
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct