খুঁজে পেতে ঠিকানাটা
শ্যামল রায়
__________________
হাতড়ে বেড়াচ্ছি চারদিকের প্রতিটি কোণে কোণে
শুধুই খুঁজে পেতে স্বপ্নে গড়া ঠিকানাটা।
আমাদের প্রতিবাদী মুখগুলো খড়কুটোর মতো৷
প্রতিদিন শব্দগুলো হারাচ্ছে অতলান্ত জলে,
ভাসছে তাদের বোবা লাশ...
তবুও চুপ! দেখেও দেখিনা কিছু।
মেরুদন্ড শক্ত করে খুঁজে নিতে চাই
নতুনের আবাহন -----
তবুও আটকে যাচ্ছি পুরাতনী মোহে৷
তবুও নিঃসীম আঁধারেও
নতুন ভোরের প্রত্যাশা,
সাজাচ্ছি দগ্ধ মনের আঙিনায়
নতুন রঙে,।
খুঁজছি নতুন দিক ,
শুরু করতে সকালবেলায় হেঁটে যেতে---।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct