সেখ রিয়াজউদ্দিন, বীরভূম: মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যব্যাপী শুরু হয়েছে আপনার থানা আপনার পাড়ায় নামক কর্মসূচি, যাহা প্রতি সপ্তাহে একটি করে অনুষ্ঠান করা হচ্ছে প্রতি থানার অধীনে পঞ্চায়েত ভিত্তক। অনুরূপভাবে আজ বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং মুরারই থানার ব্যবস্থাপনায় পলশা গ্রাম পঞ্চায়েতের কাহিনগর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় আপনারা থানা আপনার পাড়ায় কর্মসূচি।
উক্ত অনুষ্ঠানে অভিযোগ জানানোর বা অভিযোগ পত্র জমা করতে মহিলাদের, প্রবীণদের, সাধারণের ও শিশুদের জন্য পৃথক পৃথক ভাবে টেবিলে অভিযোগ গ্রহণ কেন্দ্র খোলা হয়।পাশাপাশি এলাকার অভাব অভিযোগ জানানোর জন্য অভিযোগ পত্রের উদ্বোধন করা হয়। এছাড়াও বীরভূম জেলা পুলিশের স্পর্শ প্রকল্পের আওতায় এলাকার আদিবাসী নারী, বিধবাদের শাড়ি দেওয়া হয় এবং স্কুল পড়ুয়াদের ব্যাগ, খাতা ও কলম বিতরণ করা হয়। আপনার থানা আপনার পাড়ায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাট এস ডি পি ও, নলহাটি সি আই, মুরারই থানার ওসি অশোক সিংহ মহাপাত্র, মুরারই ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রনব চট্টরাজ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct