এহসানুল হক, বসিরহাট: ইয়াস ঘূর্ণিঝড় ও ভরা কোটালের স্মৃতি এখনো দগদগে। নদীবাঁধ ধসে গিয়ে কোথাও নদীবাঁধ উপচিয়ে নোনা জল প্লাবিত হয়েছিল ঘর গেরস্থালি।বঙ্গোপসাগরের উপরে সৃষ্ট ঘনিভূত নিম্নচাপের প্রভাবে ফের জলবন্দী হয়ে পড়ে সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ সহ সুন্দরবনের বিস্তীর্ণ গ্রামাঞ্চল।ফসলের ক্ষেত,পুকুরের মাছ,রান্নার জ্বালানি কাঠ আধো জলে ডুবে।ফের হাহাকারের ছবি সন্দেশখালির পূর্ব ভোলাখালি গ্রামে।অরন্ধন ঘরে ঘরে।শুকনো খাবার পাঠানোর কথা শুনিয়েছিল মহকুমা প্রশাসন।সে শুধু কথার কথা।কিন্তু কথা দিয়ে কথা রাখলো ‘মানবিক’।
আপাতত বেশ কয়েক বস্তা চাল,ডাল,আলু নিয়ে মানবিকের কর্মীরা ফের একদফা বানভাসীদের দুয়ারে পৌঁছে গেল শনিবার।সংস্থার পক্ষে বিশিষ্ট চিত্রশিল্পী অনুপ ভৌমিক, সুভাষ সর্দার, আনন্দ সাউ,মন্টু সর্দার, অভিষেক ঘোষ,সঞ্জয় গুপ্তারা একে একে ২২০টি পরিবারের হাতে প্রয়োজনীয় চাল,ডাল,আলু তুলে দিল।অদ্ভূত এক সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে সুন্দরবনের জনজীবন।এমনই এক নিদারুণ পরিস্থিতিতে খাদ্য সামগ্রী হাতে খুশি গিরিবালা সর্দার, কল্পনার পাত্র,বিনতা দাস,অশোক সর্দার, সুবল সর্দার,অনুপম দাসরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct